সর্ষে পার্শে

Manami Sadhukhan Chowdhury
Manami Sadhukhan Chowdhury @cook_12370899
Barrackpore, Kolkata, West Bengal

#আমিষতরকারী সর্ষে পার্শের নামের মধ্যে দিয়েই এই পদটা সম্পর্কে ধারণা হয়। সাধারণ মানের মাছের ঝাল যা মাঝারি মাপের পার্শে ও টাটকা সর্ষে বাটা ও কালোজিরা ও কাঁচা লঙ্কার সুবাসে মিলেমিশে একত্রিত হয়ে যায়।

সর্ষে পার্শে

#আমিষতরকারী সর্ষে পার্শের নামের মধ্যে দিয়েই এই পদটা সম্পর্কে ধারণা হয়। সাধারণ মানের মাছের ঝাল যা মাঝারি মাপের পার্শে ও টাটকা সর্ষে বাটা ও কালোজিরা ও কাঁচা লঙ্কার সুবাসে মিলেমিশে একত্রিত হয়ে যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট লাগবে
৪ জনের জন্য পরিবেশিত
  1. ম্যারিনেশন এর জন্য:-
  2. ৪-৫ টিপার্শে মাছ
  3. ১ চা চামচহলুদ গুঁড়ো
  4. আধা চা চামচশুকনো লঙ্কা গুঁড়ো
  5. আধা চা চামচনুন
  6. সর্ষে বাটার জন্য:-
  7. ২ বড় চামচকালো সর্ষে দানা
  8. ১ বড় চামচসাদা সর্ষে দানা
  9. ১ টিটাটকা কাঁচা লঙ্কা
  10. আধা কাপউষ্ণ জল
  11. ১ চা চামচহুড গুঁড়ো
  12. ১ চা চামচশুকনো লঙ্কা গুঁড়ো
  13. ১ চা চামচনুন
  14. তেলে ফোরণ দেওয়ার জন্য:-
  15. ৩ বড় চামচসর্ষের তেল
  16. ১ টিচেরা কাঁচালংকা
  17. ১ চা চামচকালোজিরা
  18. ঝোলের জন্য:-
  19. ২ বড় চামচটম্যাটো কুচি
  20. ১ কাপউষ্ণ জল
  21. আধা বড় চামচসর্ষের তেল
  22. ১ বড় চামচসাজানোর জন্য ধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট লাগবে
  1. 1

    ধুয়ে রাখা মাছে নুন, শুকনো লঙ্কার গুঁড়ো ও ১/২ চা চামচ হলুদ মাখিয়ে ১০ মিনিট রাখুন।

  2. 2

    সর্ষেবাটার' সমস্ত উপকরণ জলে ভিজিয়ে রাখুন ১৫ মিনিট ধরে এবং মসৃণ করে বেটে নিন।

  3. 3

    হলুদগুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, নুন, সর্ষে বাটা একসঙ্গে মিশিয়ে রাখুন।

  4. 4

    কড়াইতে তেল থেকে গরম ধোঁয়া বেরোলে, আঁচ কমিয়ে ২-৩ মিনিট অপেক্ষা করুন।

  5. 5

    তেলে এক চিমটে নুন দিয়ে দিন যাতে তেল না ফাটে বা ছিটকায়।

  6. 6

    সাবধানে একটা একটা করে মাছ গরম তেলে ছাড়ুন এবং কড়া আঁচে ১ মিনিট করে দুপিঠ ভাজুন।

  7. 7

    তেল থেকে ভাজা মাছ তুলে বাটিতে রাখুন।

  8. 8

    বাকি তেলে ফোরণ দিন, ফোরণ ফাটার জন্য ৩০ সেকেন্ড অপেক্ষা করুন।

  9. 9

    এতে টম্যাটোকুচি সমেত টম্যাটো পিউরি দিয়ে ৩০ সেকেন্ড থেকে ১ মিনিট কড়া আঁচে কষান। এবার আঁচ কমিয়ে টম্যাটো নরম হওয়া অবধি রাঁধুন।

  10. 10

    এতে সর্ষে বাটা দিয়ে ২ মিনিট বা যতক্ষন না তেল ভেসে ওঠে ততক্ষন কড়া আঁচে নাড়ুন।

  11. 11

    এবার উষ্ণ জল দিয়ে ফোটান।

  12. 12

    আঁচ কমিয়ে, ঝোলে ভাজা মাছ দিয়ে দিন এবং ১৫ মিনিট আরও রাঁধুন।

  13. 13

    গ্যাস বন্ধ করুন, উপরে অল্প সর্ষের তেল ছড়িয়ে দিন।

  14. 14

    ধনেপাতাকুচি ছড়িয়ে সাজান এবং গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Manami Sadhukhan Chowdhury
Barrackpore, Kolkata, West Bengal

মন্তব্যগুলি

Similar Recipes