ইসিয়েস্ট দম আলু

Tanima Sarkhel
Tanima Sarkhel @cook_11753550
Kolkata

এটি আলুর দমের সব সবচেয়ে সহজ রেসিপি যা আপনার হাতের কাছে উপলব্ধ অতি সাধারণ মসলা দিয়ে তৈরি করা যেতে পারে। এতে পেঁয়াজ রসুন দেয়া হয়নি, তাই আপনি উপোসের সময় আমি বিশ্বাস করি একজন ভালো রাধুনী তার নিজস্ব সৃজনশীলতার মাধ্যমে স্বাদের সাথে সমঝোতা না করেই অতি সহজ ভাবে রান্না টিকে সুস্বাদু করতে পারে।

ইসিয়েস্ট দম আলু

এটি আলুর দমের সব সবচেয়ে সহজ রেসিপি যা আপনার হাতের কাছে উপলব্ধ অতি সাধারণ মসলা দিয়ে তৈরি করা যেতে পারে। এতে পেঁয়াজ রসুন দেয়া হয়নি, তাই আপনি উপোসের সময় আমি বিশ্বাস করি একজন ভালো রাধুনী তার নিজস্ব সৃজনশীলতার মাধ্যমে স্বাদের সাথে সমঝোতা না করেই অতি সহজ ভাবে রান্না টিকে সুস্বাদু করতে পারে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
3-4 জনের জন্য
  1. 5004 ভাগে কাটা আলু হাফ বয়েল
  2. 1ছোট চামচআদা বাটা
  3. 1মাঝারি টোমাটো কুচি
  4. 1 বড় চামচ পোস্ত বাটা
  5. 1 ছোট চামচলঙ্কা বাটা
  6. 4টিছোট এলাচ
  7. 2টিলবঙ্গ
  8. 1 ইঞ্চিদারচিনি টুকরো
  9. 1 চা চামচঘি
  10. 1 চা চামচগরম মসলার গুঁড়ো
  11. স্বাদমতোনুন
  12. স্বাদমতোচিনি
  13. প্রয়োজন অনুযায়ীসাদা তেল
  14. 1/2 কাপধনেপাতা কুচি ইচ্ছে মত

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    আলু গুলিকে নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নিন তা না হলে খাবার সময় আলুর মধ্যে নুন এর স্বাদ পাবেন না

  2. 2

    কড়াইয়ে তেল গরম করুন তাতে ছোট এলাচ লবঙ্গ এবং দারচিনি দিন। সুঘ্রান বেরোনো পর্যন্ত নাড়াচাড়া করুন।

  3. 3

    এবারে টমেটো কুঁচি এগুলি দিয়ে দিন একটু লবণ দিয়ে নাড়াচাড়া করুন যতক্ষণ না নরম হচ্ছে এবং এর থেকে রস বেরিয়ে আসছে।

  4. 4

    এবারে আদা আদাবাটা দিয়ে তেল বেরিয়ে আসা পর্যন্ত নড়াচড়া করুন।

  5. 5

    পোস্ত বাটা দিন কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত নড়াচড়া করুন

  6. 6

    লঙ্কা বাটা দিয়ে ভালো করে সাতলে নিন

  7. 7

    সিদ্ধ করা আলু গুলো দিন কিছুক্ষণ নাড়াচাড়া করুন। আপনি যদি এটিকে আরও মসলাদার করতে চান তাহলে আরেকটু লঙ্কা বাটা দিতে পারেন।

  8. 8

    একটু জল দিন এবং ফুটিয়ে নিন দলের জন্য প্রয়োজনীয় নুন দিন এবং ঢাকা দিয়ে রান্না করুন।

  9. 9

    10 মিনিট রান্না করার পর দেখুন আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ হয়ে গিয়ে থাকে এবারের চিনি টা দিয়ে দিন। এটা একটু মিষ্টি মিষ্টি স্বাদ্ হলে ভালো

  10. 10

    এবারে ঘি গরম মসলা দিয়ে ভালো করে মিশিয়ে নিন

  11. 11

    এবারে আজ থেকে নামিয়ে ফেলুন। আপনি যদি ধনেপাতার গন্ধ পছন্দ করেন তবে কুচি দিতে পারেন।

  12. 12

    গরম পরিবেশন করুন লুচির সাথে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Tanima Sarkhel
Tanima Sarkhel @cook_11753550
Kolkata
A small kitchen out there, where you will find delicious and innovative dishes from different cuisines.
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes