ফ্রুর্টস কাস্টার্ড

Smita Banerjee
Smita Banerjee @cook_15813444

কুকপ্যাডে আমার প্রথমে রেসিপি

ফ্রুর্টস কাস্টার্ড

কুকপ্যাডে আমার প্রথমে রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
  1. 500 গ্রামদুধ
  2. 1/2 কাপচিনি
  3. 4টেবিল চামচ কাস্টার্ড পাউডার
  4. 2 টো কলা
  5. 10 টা আঙ্গুর
  6. 1 টা আপেল
  7. 10 টা চেরি (ফল নিজের ইচ্ছে মতন দেওয়া যেতে পারে )

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমে দুধ ভালো করে ফুটিয়ে নিতে হবে |

  2. 2

    এরপর এক কাপ দুধ আলাদা করে রাখতে হবে |

  3. 3

    গ্যাস বা ইনডাকশন এ কম আঁচে বসিয়ে দিতে হবে আর কাপের দুধ ঠান্ডা হতে দিতে হবে |

  4. 4

    কম আঁচে দুধ ফোটাতে হবে আর এর সাথে চিনি যোগ করতে হবে |

  5. 5

    একটা হাতা দিয়ে ক্রমাগত চালাতে হবে যাতে দুধ নিচে থেকে লেগে না যায় |

  6. 6

    ঠান্ডা করা কাপের দুধে কাস্টার্ড পাউডার গুলে নিতে হবে |

  7. 7

    এরপর ওই গরম দুধে কাস্টার্ড পাউডার মেশানো দুধ আসতে আসতে ঢালতে হবে |

  8. 8

    ক্রমাগত হাতা চালাতে হবে |

  9. 9

    পুরোটা ঘন হয়ে গেলে গ্যাস বা ইনডাকশন অফ করে দিতে হবে |

  10. 10

    ফল গুলো ছোটো করে টুকরো করে নিতে হবে |

  11. 11

    কাস্টার্ড মেশানো দুধ ঠান্ডা হলে এতে ফলের টুকরো ভালো করে মিশিয়ে নিতে হবে |

  12. 12

    এবার একটা সারভিং বোলে মিশ্রণ টা ঢেলে ওপর দিয়ে আর ও কিছু কাটা ফল দিয়ে সাজিয়ে ফ্রিজে রেখে দিতে হবে |

  13. 13

    এরপর ফ্রিজ থেকে বার করে ওপরে চেরি দিয়ে গার্নিশ করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Smita Banerjee
Smita Banerjee @cook_15813444

Similar Recipes