চালের পায়েস(chaler payesh recipe in Bengali)

Rupsa Dutta
Rupsa Dutta @cook_20009048

চালের পায়েস(chaler payesh recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ মুঠোগোবিন্দ ভোগ চাল
  2. ১/২কাপচিনি
  3. ১ লিটারদুধ
  4. ১৫ পিসকাজু
  5. ২০ পিসকিসমিস
  6. ৪ টেএলাচ
  7. ১ টাতেজপাতা
  8. ১ চা চামচঘি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে এক মুঠো গোবিন্দ ভোগ চাল নিয়ে জলে ভিজিয়ে রাখতে হবে।

  2. 2

    এর পর দুধ টা ফুটিয়ে নিতে হবে ২-৩ বার মনে একটু ঘন করতে হবে।

  3. 3

    তত ক্ষণে আলাদা একটা পাত্রে বা কড়াই তে ঘি নিতে হবে।

  4. 4

    ঘি টা গোলে গেলে প্রথমে কাজু টা হালকা ভেজে নিতে হবে।

  5. 5

    কাজু গুলো তুলে নিয়ে কিসমিস টা ভাজতে হবে।সেটাও তুলে রেখে দিতে হবে।

  6. 6

    এবার দুধ এর মধ্যে ছোট এলাচ,আর তেজপাতা দিতে হবে।ভিজিয়ে রাখা চালটা দিতে হবে।সমানে নাড়াতে হবে।যাতে দুধ টা পাত্রে লেগে না যায়।সমানে নাড়াতে হবে।

  7. 7

    চাল টা যখন ভালো মতো সেদ্ধ হলে যাবে তখন চিনি দিতে হবে। যদি গুড়ের পায়েস খেতে চান তো চিনির জায়গায় গুড় ও ব্যাবহার করতে পারেন।চিনি দেওয়ার পর পায়েসে একটু জল জল ব্যাপার লাগবে চিনি দেওয়ার ফলে তাই আরেকটু ফুটিয়ে নিয়ে দিতে হবে ভাজা কাজু গুলো।তার পর আঠা আঠা মতো ব্যাপার চলে এলে গ্যাস অফ করে দিতে হবে।তার পর কিসমিস দিতে হবে।

  8. 8

    কিছুটা কাজু আর কিসমিস সরিয়ে রাখতে হবে পরিবেশনের সময় কাজে আসবে।আর গ্যাস অফ করে কিসমিস দেওয়াই ভালো কারণ নাহলে অনেক সময় দুধ কেটে যেতে পারে সে কারণে।আর পায়েস আঠালো হলেই নামিয়ে নেওয়া ভালো কারণ পায়েস ঠান্ডা হলে আরেকটু ঘন নিজে থেকেই হয়ে যায়।

  9. 9

    এবার হয়ে গেলে একটা পাত্রে পায়েস ঢেলে উপর দিয়ে কাজু কিসমিস ছড়িয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rupsa Dutta
Rupsa Dutta @cook_20009048

Similar Recipes