রসগোল্লা

Arpita Majumder
Arpita Majumder @cook_15443663

#ডেজার্টরেসিপি

এটা সবার একটা প্রিয় মিষ্টি । ছোট থেকে বড়ো সবাই ভালো বাসে । অনুষ্ঠান বাড়িতেও শেষ পাতে এটা না হলে চলেনা । খুব সহজ রেসিপি খুব তাড়াতাড়ি বানানো যায় ।

রসগোল্লা

#ডেজার্টরেসিপি

এটা সবার একটা প্রিয় মিষ্টি । ছোট থেকে বড়ো সবাই ভালো বাসে । অনুষ্ঠান বাড়িতেও শেষ পাতে এটা না হলে চলেনা । খুব সহজ রেসিপি খুব তাড়াতাড়ি বানানো যায় ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫মিনিট
পাঁচ জন
  1. ১ লিটার দুধ
  2. ১ টা পাতিলেবুর রস
  3. ৩ চা চামচ ময়দা
  4. ২ কাপ চিনি
  5. ৩ গ্লাস জল
  6. ১ চা চামচ এলাচি পাউডার

রান্নার নির্দেশ সমূহ

৪৫মিনিট
  1. 1

    প্রথমে একটা পাত্রের মধ্যে দুধ নিয়ে ভালোকরে গ্যাসের মধ্যে দুধ ফোটাবো ।

  2. 2

    দুধ ভালোমতোন ফুটে আসলে তারমধ্যে লেবুর রস দেবো আর একটু সময় ফোটাবো ।

  3. 3

    তারপর দেখতে পাবো লেবুর রস দেবার পর দুধ ছানা হয়ে গেছে । সেই ছানা টা ভালোকরে ঠান্ডা জলে ধবো ।

  4. 4

    ভালো করে ধুয়ে একটা নরম সাদা কাপড়ের মধ্যে ছানা গুলো দেবো আর কিছু ক্ষণ এর জন্য কাপড়টা মুড়িয়ে কোথায় টানিয়ে রাখবো যাতে ছানা থেকে সব জল ঝরে যায় ।

  5. 5

    ছানার জল ঝরে শুকনো হয়ে গেলে ছানা গুলোক একটা প্লেট এর মধ্যে নেবো আর তিন চা চামচ ময়দা দেবো ওর মধ্যে ।

  6. 6

    তারপর আমরা যেই ভাবে আটা মাখি সেই ভাবে ছানাকে চোটকে চোটকে মাকবো বেশ কিছু ক্ষণ ধরে । যত খন না ভালো করে নরম না হয় ।

  7. 7

    এইবার একটা পাত্র নিয়ে তারমধ্যে তিন গ্লাস জল আর দুই কাপ চিনি দিয়ে গ্যাসের মধ্যে বেশ কিছু ক্ষণ ফোটাবো । ফুটিয়ে একটা চিনির সিরাপ বানাবো । আর তারমধ্যে এলাচি পাউডার দেবো ।

  8. 8

    তারপর ছানার ছোট ছোট করে বল বানিয়ে নেবো । যত গুলো বল বানানো যায় ততো গুলি ছানার বল তৈরি করে নেবো ।

  9. 9

    তারপর ছানার বল গুলো চিনির সিরাপ এর মধ্যে দিয়ে দেবো আর একটা ঢাকনা দিয়ে ঢেকে ১০ থেকে ১৫ মিনিট ফোটাবো ।

  10. 10

    প্রায়১৫ মিনিট ফোটানোর পর দেখতে পাবো ছানার বল গুলো বোরো হয়ে গেছে আর রসগোল্লা হয় গাছে ।

  11. 11

    তারপর গ্যাস বন্ধ করে রসগোল্লা গুলো ঠান্ডা করে নেবো । তারপর পরিবেশন করবো ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Arpita Majumder
Arpita Majumder @cook_15443663
Cooking is my passion .... Currently a home chef....
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes