ব্রেড মালাই রোল মিষ্টি

Mousumi Mandal Mou
Mousumi Mandal Mou @cook_16067991

# অন্নপূর্ণার হেঁশেল এটি একটি নতুন ধরনের মিষ্টি। কম উপকরণ ও কম সময়ে বানানো যায় এই মিষ্টি।খেতে খুব ভালো।

ব্রেড মালাই রোল মিষ্টি

# অন্নপূর্ণার হেঁশেল এটি একটি নতুন ধরনের মিষ্টি। কম উপকরণ ও কম সময়ে বানানো যায় এই মিষ্টি।খেতে খুব ভালো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25 মিনিট
2 জন
  1. 100 গ্রামনরম মাওয়া
  2. পরিমানমতোসামান্য হলুদ ফুড কালার
  3. 4 স্লাইসব্রেড
  4. মালাই এর জন্য..
  5. 2 কাপদুধ
  6. 4 চা চামচচিনি
  7. 2টি এলাচ
  8. 2চা চামচমিল্ক পাউডার

রান্নার নির্দেশ সমূহ

25 মিনিট
  1. 1

    একটু জল বা দুধের সাথে হলুদ ফুড কালার মিশিয়ে নিতে হবে। তারপর হলুদ লিকুইড টা মাওয়ার সাথে মিশিয়ে একটি ডো বানিয়ে নিতে হবে। ফুড কালার অপসোনাল, নাও দিতে পারেন। মাওয়া টা ঘরেও বানাতে পারেন আবার বাজার থেকে কিনে আনতেও পারেন।

  2. 2

    ডো থেকে লেচি নিয়ে ল্যাংকচার মতো করে গড়ে নিতে হবে নিচের ছবিতে যেমন টা দেখছেন।

  3. 3

    স্লাইস ব্রেড নিতে হবে।ছুরি দিয়ে চারিধার কেটে নিতে হবে।

  4. 4

    কেটে রাখা ব্রেড গুলোকে একটু বেলে নিতে হবে।

  5. 5

    ব্রেডের এক ধারে মাওয়ার ল্যাংকচা টা রেখে রোল করতে হবে।

  6. 6

    যেমন টা নিচের ছবিতে দেখছেন।

  7. 7

    একটি সারভিং প্লেটে ব্রেড রোল গুলোকে রাখতে হবে।

  8. 8

    একটি প্যানে দুধ,চিনি,পাউডার মিল্ক, এলাচ দিয়ে মাঝারি ঘনত্বের একটি মালাই বানিয়ে নিতে হবে।

  9. 9

    মালাই গরম থাকতেই ব্রেড রোলের উপর ঢেলে দিতে হবে। তা না দিলে মালাই রোলের ভিতরে যাবে না। তাহলেই রেডি '''ব্রেড মালাই রোল মিষ্টি'''।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mousumi Mandal Mou
Mousumi Mandal Mou @cook_16067991

মন্তব্যগুলি

Similar Recipes