আলু,পটল ও গোবিন্দভোগ চাল দিয়ে ডালনা।

Shila Dey Mandal
Shila Dey Mandal @cook_15701289
Shila Dey Mandal

বুধ বারের রান্নার চ্যালেঞ্জ

আলু,পটল ও গোবিন্দভোগ চাল দিয়ে ডালনা।

বুধ বারের রান্নার চ্যালেঞ্জ

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

সময় ২০ মিনিট
২ জনের জন্য
  1. ১ টি আলু
  2. ৪ টি পটল
  3. ২ টেবিল চামচ গোবিন্দভোগ চাল
  4. ১/২ চা চামচ পাঁচফোড়ন
  5. ১ টি তেজপাতা
  6. ১ চা চামচ ঘি
  7. ৩ চা চামচ সঃ তেল
  8. ১/২ চা চামচ গরম মশলা বাটা
  9. ১ চা চামচ লঙ্কা বাটা
  10. ১/২ চা চামচ আদা বাটা
  11. ১/২ চা চামচ ধনে গুড়ো
  12. ১/২ চা চামচ হলুদ গুড়ো
  13. স্বাদমতোনুন
  14. ১/২ চা চামচ জিরে গুড়ো
  15. ১/২ চা চামচ চিনি
  16. পরিমাণ মতোজল

রান্নার নির্দেশ সমূহ

সময় ২০ মিনিট
  1. 1

    প্রথমে চাল জলে ভিজিয়ে রাখুন, এবং আলু ও পটল ধুয়ে কেটে নিন।

  2. 2

    এবার আলু ও পটল ভেজে নিন।ভাজার সময় অল্প নুন ও চিনি দেবেন। তাতে পটলের ভেতর নুন ও চিনি ঢুকে সবজি নরম ও সুস্বাদু হবে।

  3. 3

    এবার কড়ায় তেল দিন,গরম হলে পাঁচফোড়ন ও তেজপাতা দিয়ে দিন। একটু নেড়ে চাল জল ঝরিয়ে দিয়ে মশলা গুলো একে একে দিয়ে দিন। একটু জল দিয়ে মশলা কষুন।

  4. 4

    এবার ভাজা আলু ও পটল দিয়ে দিন। আবার অল্প জল দিয়ে কষুন।

  5. 5

    এবার অল্প ঝোলের জন্য জল দিয়ে দিন। রান্না টা মাখা মাখা হবে। চাল অনেকটাই জল টেনে নেবে। সুতরাং সেই অনুযায়ী জল দেবেন।

  6. 6

    এবার জল টেনে গেলে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shila Dey Mandal
Shila Dey Mandal @cook_15701289
Shila Dey Mandal
আমি যে কোনো ধরনের রান্না এবং সাজিয়ে পরিবেশন করতে পছন্দ করি। রান্না ও নতুন কিছু শেখার আগ্রহ ছোটোবেলা থেকেই।
আরও পড়ুন

মন্তব্যগুলি (2)

Similar Recipes