রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

চার জনের জন্য
  1. ৫০০ গ্রাম পটল
  2. ১০০গ্ৰাম গোবিন্দ ভোগ চাল
  3. ১টেবিল চামচ আদাবাটা
  4. ২টেবিল চামচ কিসমিস
  5. ২ টিতেজপাতা
  6. ২-৩টি কাঁচা লঙ্কা
  7. পরিমাণ মতনুন,হলুদ ও চিনি
  8. ১ চা চামচ ঘি
  9. ১০টি কাজুবাদাম গোটা
  10. ১ চা চামচ গরম মশলা বাটা
  11. ৩ টেবিল চামচসর্ষের তেল
  12. ১চা চামচ গোটা জিরে

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    পটলগুলোর খোসা অল্প করে ছাড়িয়ে বাকি গা ভাল করে চেছে নিতে হবে। ও একটু করে চিরে দিতে হবে।

  2. 2

    ওগুলো ভাল করে ধুয়ে নুন হলুদ ও সামান্য চিনি দিয়ে ভালো করে মাখিয়ে মিনিট দশেক রাখতে হবে।

  3. 3

    গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে। কিশমিশ জলে ভিজিয়ে রাখতে হবে।

  4. 4

    এরপর চালটা দিয়ে ভালো করে ভাজা করে ওতে একে একে আদাবাটা নুন হলুদ দিয়ে আচ কমিয়ে ভাল করে কষাতে হবে। কাচালঙকা দিতে হবে।

  5. 5

    বড় কাপের এক কাপ মাপের গরমজল দিয়ে আচ কমিয়ে ঢাকা দিতে হবে।

  6. 6

    করাইতে সর্ষের তেল গরম করে তাতে তেজপাতা ও জিরে ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পটলগুলো দিয়ে ভালো করে ভাজা করে নিতে হবে।

  7. 7

    মিনিট দশেক পরে চাল সেদ্ধ হলে ওতে কিশমিশ ও কাজু দিয়ে স্বাদ মত চিনি দিয়ে একটু নাড়িয়ে ঘি ও গরম মশলা দিয়ে একটু ঢেকে রাখতে হবে।

  8. 8

    মিনিট পাঁচেক পর ঢাকা খুলে পরিবেশন করতে হবে। গরম ভাতের সাথে খুব ভালো লাগে পটলের এই পদটি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Priyanka Das
Priyanka Das @cook_16549406

মন্তব্যগুলি

Similar Recipes