গন্ধরাজ চিতল পাতুরি

Tamali Rakshit
Tamali Rakshit @cook_12061179

#মধ্যাহ্নভোজনের_রেসিপি
বাঙালি খাদ্য সম্ভারে যেকোনো ধরণের পাতুরি বিশেষ স্থান দখল করে আছে। এই পাতুরির পদটিতে গন্ধরাজ লেবুর স্বাদ ও গন্ধ বিশেষ উৎকর্ষতা প্রদান করেছে।

গন্ধরাজ চিতল পাতুরি

#মধ্যাহ্নভোজনের_রেসিপি
বাঙালি খাদ্য সম্ভারে যেকোনো ধরণের পাতুরি বিশেষ স্থান দখল করে আছে। এই পাতুরির পদটিতে গন্ধরাজ লেবুর স্বাদ ও গন্ধ বিশেষ উৎকর্ষতা প্রদান করেছে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৩ জনের জন্য
  1. ৩ টুকরো চিতল মাছ
  2. ১ টেবিল চামচগন্ধরাজ লেবুর খোসা কুড়ানো
  3. ১ চা চামচগন্ধরাজ লেবুর রস
  4. ১ চা চামচ গোটা কালো সর্ষে
  5. ১/২ চা চামচ গোটা সাদা সর্ষে
  6. স্বাদ অনুসারেকাঁচা লঙ্কা
  7. ২ চা চামচ পোস্ত
  8. ৪ টে কাজু বাদাম
  9. সামান্যনারকোল টুকরো করে নেওয়া
  10. ১ চা চামচ লঙ্কার গুঁড়ো
  11. পরিমাণ মতোহলুদ গুঁড়ো
  12. পরিমাণ মতোনুন
  13. পরিমাণ মতোসর্ষের তেল
  14. ৬ টাগন্ধরাজ লেবু পাতা
  15. পরিমাণ মতোবড় কলাপাতা টুকরো করে নেওয়া
  16. পরিমান মতবাঁধার জন্য সুতো

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে মাছের টুকরো গুলো ধুইয়ে লেবুর রস আর লেবু কুড়ানো মাখিয়ে ১০ মিনিট রাখতে হবে।

  2. 2

    তারপর সর্ষে, কাজু, হলুদ, নুন, কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ো, নারকোল, পোস্ত সব একসাথে মিশিয়ে মিহি করে বেটে নিতে হবে।

  3. 3

    এবার এই বাটা মশলা আর ১,১/২ টেবিল চামচ সর্ষের তেল মাছের টুকরো গুলোতে মাখিয়ে নিতে হবে।

  4. 4

    এবার পরিষ্কার করে ধুইয়ে মুছে রাখা কলাপাতা গুলো আগুনে সেঁকে নরম করে নিতে হবে।

  5. 5

    এরপর একটা কলাপাতার টুকরো নিতে হবে তার উপর পরিষ্কার একটা লেবু পাতা রাখতে

  6. 6

    সেই লেবুপাতার উপর একটুকরো মশলাসহ মাছ রেখে ওপর থেকে ১/২ চা চামচ সর্ষের তেল ও একটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিতে হবে।

  7. 7

    এরপর পুরো মাছের টুকরো টাকে কলাপাতা দিয়ে মুড়ে সুতো দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে।

  8. 8

    মাছের টুকরো টাকে আর একটা লেবুপাতা দিয়ে ঢেকে দিতে হবে।

  9. 9

    এভাবে সবকটা মাছের টুকরো মুড়ে নিতে হবে।

  10. 10

    এবার নন্ স্টিক পাত্রে ১ চা চামচ তেল গরম করে মাছগুলো দিয়ে দিতে হবে।

  11. 11

    একদম কম আঁচে পাত্রটা ঢেকে দিতে হবে ১০ মিনিটের জন্য।

  12. 12

    ১০ মিনিট পর ঢাকা সরিয়ে মাছ গুলো উল্টে দিয়ে আবার কম আঁচে ১০ মিনিট রান্না করতে হবে।

  13. 13

    এবার নন্ স্টিক পাত্র থেকে মাছ গুলি নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে গন্ধরাজ চিতল পাতুরি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Tamali Rakshit
Tamali Rakshit @cook_12061179

মন্তব্যগুলি

Similar Recipes