শির খুরমা

Priyanka Das
Priyanka Das @cook_16549406

#বাঙালির রন্ধন শিল্প রমজান রেসিপি।
পারসী ভাষায় 'শির' মানে দুধ আর 'খুরমা' মানে খেজুর।মুঘল আমলের এই রাজসিক মিষ্টি প্রধানত সেমাই দুধ ও খেজুরের মেলবন্ধন এ তৈরি হয়।পবিএ রমজান মাসে ও পবিএ ঈদের দিনে এর উপস্থিতি একান্ত কাম্য।

শির খুরমা

#বাঙালির রন্ধন শিল্প রমজান রেসিপি।
পারসী ভাষায় 'শির' মানে দুধ আর 'খুরমা' মানে খেজুর।মুঘল আমলের এই রাজসিক মিষ্টি প্রধানত সেমাই দুধ ও খেজুরের মেলবন্ধন এ তৈরি হয়।পবিএ রমজান মাসে ও পবিএ ঈদের দিনে এর উপস্থিতি একান্ত কাম্য।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

আধাঘন্টা
দুই জনের জন্য
  1. ১ লিটারদুধ একলিটার
  2. ১/২ কাপ সেমাই আধাকাপ
  3. ৮-১০টিখেজুর
  4. ১ টেবিল চামচঘি
  5. ৭-৮ টিকাজুবাদাম সাত আটটি
  6. ৮-৯ টিআমনড
  7. ৮-৯ টিপেস্তা
  8. ১ চা চামচছোটএলাচ গুঁড়ো
  9. ১ টেবিল চামচকিশমিশ
  10. ২ টেবিল চামচচিনি বা পরিমাণ মত
  11. ১/২চা চামচ গোলাপজল

রান্নার নির্দেশ সমূহ

আধাঘন্টা
  1. 1

    এক লিটার দুধ জাল দিয়ে আধা লিটার করতে হবে।

  2. 2

    সেমাই গুলো অল্প ঘি তে লাল করে ভেজে সরিয়ে রাখতে হবে।করাইতে বাকি ঘি দিয়ে কাজু,আমনড,পেসতা একটু সতে করে ওতে দুধ দিয়ে দিতে হবে।

  3. 3

    দুধটা ফুটে উঠলে ওতে সেমাই দিতে হবে।সেমাই সেদ্ধ হলে চিনি দিতে হবে।

  4. 4

    একটু ঘন হয়ে আসবে।ওর মধ্যে এবার খেজুর দিয়ে দিতে হবে।আচ বন্ধ করে গোলাপ জল ছড়িয়ে ইচ্ছে মতো সাজিয়ে পরিবেশন করতে হবে শির খুরমা।

  5. 5

    কেউ যদি ঘন পছন্দ না করেন তবে ওতে একটু দুধ মিশিয়ে নিতে পারেন। গরম বা ঠান্ডা দুভাবেই এটি পরিবেশন করা যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Priyanka Das
Priyanka Das @cook_16549406

মন্তব্যগুলি

Similar Recipes