গোলা রুটি

Prasadi Debnath
Prasadi Debnath @cook_16030395
Murarai, Birbhum

এটা খেতে খুব সুস্বাদু এবং ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে হয়ে যায় ।

গোলা রুটি

এটা খেতে খুব সুস্বাদু এবং ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে হয়ে যায় ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 বাটি চালের গুঁড়ো
  2. 1/2 বাটি ময়দা
  3. 1/2 বাটি সূজি
  4. 2 টি ডিম
  5. 2 টো পেঁয়াজ কুচানো
  6. 1 টা মাঝারি সাইজের গাজর কুচানো
  7. 4 টি কাঁচা লঙ্কা কুচানো
  8. স্বাদ মতোলবণ
  9. প্রয়োজন মতোতেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    ময়দা, সূজি, ও চালের গুঁড়ো মিশিয়ে নিতে হবে ।

  2. 2

    তারপর সমস্ত উপকরণ দিয়ে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে মেখে একটা ব্যাটার বানাতে হবে ।

  3. 3

    ব্যাটার টা খুব ঘন ও হবে না পাতলা ও হবে না মাঝামাঝি হবে । তারপর দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে ।

  4. 4

    তারপর ব্যাটার টা যদি খুব ঘন হয়ে যায় তাহলে প্রয়োজন মতো জল দিয়ে ঠিক করে নিতে হবে ।

  5. 5

    এবার তাওয়া গরম করে তাতে অল্প তেল লাগিয়ে নিতে হবে ।ব্রাশ না থাকলে একটা আলু কেটে চামচ ফুটিয়ে তেল দেওয়া যাবে।

  6. 6

    তারপর গরম তাওয়া তে এক হাতা করে ব্যাটার দিয়ে হাতা টা একটু ঘুরিয়ে গোল করে নিয়ে ভালো করে দুই দিক ভেজে নিতে হবে ।

  7. 7

    এবার টমেটো সস্ দিয়ে গরম গরম পরিবেশন করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Prasadi Debnath
Prasadi Debnath @cook_16030395
Murarai, Birbhum

মন্তব্যগুলি

Similar Recipes