চিকেন তাওয়া বটি কাবাব

Travel, Books & more
Travel, Books & more @cook_16198319

আমি একবার কাজের সুত্রে আসানসোল গেছিলাম সেখানে একটি দোকানে এই বটি কাবাব টি খেয়ে ছিলাম অপূর্ব খেতে লেগেছিল তাই সেই চিকেন বটি কাবাব কি ভাবে খুব সহজ পদ্ধতি তে বাড়িতে বানানো যায় সেটাই তুলে ধরলাম আশাকরি সবার ভালো লাগবে ।

চিকেন তাওয়া বটি কাবাব

আমি একবার কাজের সুত্রে আসানসোল গেছিলাম সেখানে একটি দোকানে এই বটি কাবাব টি খেয়ে ছিলাম অপূর্ব খেতে লেগেছিল তাই সেই চিকেন বটি কাবাব কি ভাবে খুব সহজ পদ্ধতি তে বাড়িতে বানানো যায় সেটাই তুলে ধরলাম আশাকরি সবার ভালো লাগবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২ ঘন্টা
২জন
  1. ২০০গ্রামচিকেন ছোট চৌকো করে কাটা
  2. ১ চা চামচমৌরি ১চাচামচ
  3. ৪টিছোট এলাচ
  4. ১টুকরোদারচিনি ছোটো
  5. ২টিলবঙ্গ
  6. ২টেবিল চামচজল ঝরানো টক দই
  7. ১ চা চামচআদাবাটা
  8. ২ চা চামচ রসুন বাটা
  9. 2 টেবিল চামচমাখন
  10. ৪ টেবিল চামচসরষে তেল
  11. ২চা চামচলঙ্কা গুঁড়ো
  12. ১ চা চামচহলুদ গুঁড়ো
  13. স্বাদ অনুযায়ীনুন
  14. ১ চা চামচচিনি
  15. ১ চা চামচগোলমরিচ গুঁড়ো
  16. ১/২কাপ ক্যাপসিকাম ছোট চৌকো করে কাটা
  17. ১/২কাপপেঁয়াজ ছোট চৌকো করে কাটা
  18. ২ চা চামচলেবুর রস
  19. ১চা চামচ কেওড়া জল

রান্নার নির্দেশ সমূহ

২ ঘন্টা
  1. 1

    প্রথমে গোটা গরমমশলা আর মৌরী গুঁড়ো করে মশলা বানিয়ে রাখতে হবে ।

  2. 2

    চিকেন টুকরো গুলো ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে জল ঝরানো টক দই, গুঁড়ো করা মশলা,আদা রসুন বাটা, লেবুর রস, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি,গোলমরিচ গুঁড়ো ১,চামচ সরষে তেল কেওরা জল সব একসাথে মেখে রাখতে হবে ১ থেকে ২ঘন্টা ।

  3. 3

    তারপর একটা তাওয়া তে ১ চা চামচ মাখন ছিটিয়ে চিকেন গুলো ঢেলে দিতে হবে।

  4. 4

    ওপর থেকে নুন পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি গুলো দিয়ে নাড়তে হবে ।

  5. 5

    জল শুকিয়ে গেলে আর একবার মাখন চিকেন গুলো গায়ে ব্রাস এর সাহায্যে মাখাতে হবে।

  6. 6

    ভালো করে চিকেন সেদ্ধ হলে জল শুকনো হলে নামিয়ে একটা পাএ তে চিকেন গুলো ঢেলে মাঝখানে একটা ছোট বাটি রেখে তার ভেতরে গরম চারকোলে র টুকরো টা রেখে একটু মাখন ওপরে দিলেই ধোঁয়া উঠলে ঢাকা চাপা দিয়ে ১০ মিনিট রাখতে হবে কাবাবের ফ্লেবার আনার জন্যে,ব্যাস আমাদের তৈরি চিকেন তাওয়া বটি কাবাব ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Travel, Books & more
Travel, Books & more @cook_16198319

মন্তব্যগুলি

Similar Recipes