ফুলকপির রোস্ট

সাওনি কর
সাওনি কর @cook_17186257

#অন্নপূর্ণার হেঁসেল

ফুলকপির রোস্ট

#অন্নপূর্ণার হেঁসেল

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
চার জনের জন্য
  1. 1টা মাঝারি মাপের ফুলকপি
  2. ১/২ কাপ মটর শুঁটি
  3. ১ চা চামচ আদা বাটা
  4. ২ চা চামচ টক দই
  5. ২ চা চামচ কাজু বাটা
  6. ২ চা চামচ নারকেল দুধ
  7. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  9. ১ চা চামচ গরম মশালা গুঁড়ো
  10. ১ টা তেজ পাতা
  11. ২টো দারচিনি
  12. ২টো লবঙ্গ
  13. ২টো এলাচ
  14. ৪ চা চামচ সাদা তেল
  15. ২ চা চামচ ঘি
  16. নুন ও চিনি স্বাদ মতো

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    প্রথমে ফুলকপি গুলি ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়ে নুন ও হলুদ মাখিয়ে রাখতে হবে ৷তারপর গ্যাস জালিয়ে কড়াইতে তেল দিয়ে একে একে ফুলকপি গুলি হাল্কা করে ভাজতে হবে ৷

  2. 2

    ভাজা হয়ে গেলে ঐ তেলে ২ চা চামচ ঘি দিয়ে দিতে হবে তার পর গোটা গরম মশালা ফোড়ন দিতে হবে ৷তারপর লঙ্কা গুড়ো দিয়ে দিতে হবে,আঁচ কমিয়ে দিতে হবে তা নাহলে মশলা পুরে যেতে পারে ৷এইবার একে একে টক দই,কাজু বাটা,দিয়ে ভালো ভাবে নারতে হবে ৷

  3. 3

    মশলা থেকে যখন তেল ছেরে আসবে,তখন হলুদ গুড়ো,পরিমাণ মতো নুন,চিনি দিতে হবে৷ তারপর মটর শুঁটি,নারকেল দুধ,ফুলকপি গুলি ঢেলে দিয়ে দশ মিনিটে জন্য করাই ঢাকনা দিয়ে ফুটতে দিতে হবে ৷দশ মিনিট পরে গরম মশলা গুড়ো ঢেলে দিতে হবে ৷তারপর খুন্তি দিয়ে দেখতে হবে ফুলকপি সেদ্ধ হয়েছে কিনা,সেদ্ধ হয়ে গেলে বোঝা যাবে ফুলকপি রোস্ট তৈরি হয়ে গেছে,এরপর ফুলকপি রোস্ট র ওপর ঘি ছরিয়ে গরম গরম পরিবেশন করুন "ফুলকপি রোস্ট"৷

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
সাওনি কর
সাওনি কর @cook_17186257

মন্তব্যগুলি

Similar Recipes