ডাল মাখানি

Kasturee Saha
Kasturee Saha @kasturee_saha44

#অন্নপূর্ণার হেঁসেল
বিয়ে বাড়ির রান্না

ডাল মাখানি

#অন্নপূর্ণার হেঁসেল
বিয়ে বাড়ির রান্না

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২০০ গ্রাম মুগকড়াই
  2. ১ মুঠো ছোলার ডাল
  3. ৩ টে ছোট এলাচ
  4. ২ টো বড় এলাচ
  5. ৫ টা লবঙ্গ
  6. ১/২ " দারুচিনি
  7. ২ টো তেজপাতা
  8. ১চা চামচ গোটা জিরা
  9. ১ চা চামচ রসুন বাটা
  10. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  11. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  12. ১ চা চামচ জিরা গুঁড়ো
  13. ১ চা চামচ ধনে গুঁড়ো
  14. ১/২চা চামচ গরম মশলার গুঁড়ো
  15. ১টেবিল চামচ বেসন
  16. ২ টা টমেটো বাটা
  17. ৩ চা চামচ ঘি
  18. ৩ চা চামচ বাটার / মাখন
  19. ৩ চা চামচ ফ্রেশ ক্রিম
  20. পরিমাণ মতোনুন

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    মুগকড়াই ও ছোলার ডাল আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে ৮ ঘন্টা বা সারা রাত। পরদিন কুকারে লবঙ্গ,দারুচিনি ও দুরকম এলাচ দিয়ে সেদ্ধ করে নিতে হবে।

  2. 2

    এবার কড়াইতে ঘি গরম করে ওতে গোটা জিরা, তেজপাতা ফোরন দিতে হবে। তারপর রসুন বাটা দিয়ে নাড়তে হবে। এবার পর পর লঙ্কা গুঁড়ো, হলুদ,ধনে,জিরে,গরম মশলা গুঁড়ো, বেসন দিয়ে নাড়তে হবে, ভাজা হলে টমেটো বাটা দিয়ে কষতে হবে।

  3. 3

    এবার আগে থেকে সেদ্ধ করা ডাল ওতে ঢেলে দিতে হবে। পরিমাণ মত জল ও নুন দিয়ে ফোটাতে হবে। আঁচ কমিয়ে কম পক্ষে আধ ঘন্টা ধিমে আঁচে রান্না করতে হবে।

  4. 4

    রান্না কিন্তু এখানেই শেষ নয়,আসল জিনিস টা এবার মেশাতে হবে,মন ভরে বাটার বা মাখন দিতে হবে। আগে দিয়ে দিলে মাখন এর গন্ধ টা চলে যাবে, তাই শেষে দিলে গন্ধ টা থাকবে। এবার বাটার নান, রুটি বা জিরা রাইস এর সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Kasturee Saha
Kasturee Saha @kasturee_saha44

Similar Recipes