ক্রিসপি চিলি বেবি কর্ন

কথিকা বসু
কথিকা বসু @cook_17067290
কলকাতা

# কাবাব এবং তেলেভাজা

ক্রিসপি চিলি বেবি কর্ন

# কাবাব এবং তেলেভাজা

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
২ জনের জন্য
  1. ২০০ গ্রাম কর্ন
  2. ১/২ চা চামচ নুন
  3. ১/২ চা চামচ গোলমরিচ​ গুঁড়ো
  4. ১ টি ডিমের সাদা অংশ
  5. ১/২ কাপ কর্নফ্লাওয়ার
  6. ১চা চামচ আদা বাটা
  7. ১ চা চামচ রসুন বাটা
  8. ২ টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচোনো
  9. ২-৩ টি কাঁচালঙ্কা
  10. ১ চা চামচ ভিনিগার
  11. ১ চা চামচ সয়া‌ সস
  12. ৪ চা চামচ টমেটো সস

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    কর্ন এবং পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিতে হবে।

  2. 2

    এরপর একটা পাত্রে নুন, গোলমরিচ গুঁড়ো, ডিমের সাদা অংশ, ১/২ চামচ সয়া সস, ১/৪ চা চামচ ভিনিগার ও কর্নফ্লাওয়ার মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ও ওই মিশ্রনে কর্নের টুকরোগুলো দিয়ে ৩০ মিনিট ম্যারিনেট করে রাখতে হবে ।

  3. 3

    এরপর কড়াইতে তেল গরম করে তাতে পরপর ব্যাটার মাখানো কর্নের টুকরোগুলো দিয়ে ভেজে নিতে হবে।

  4. 4

    এরপর কর্নের টুকরোগুলো ভাজা হয়ে গেলে ঐ তেলেই আদাবাটা ও রসুনবাটা দিয়ে ১ মিনিট ভেজে নিতে হবে।

  5. 5

    আদাবাটা আর রসুনবাটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজের​ টুকরোগুলো​ দিয়ে আরো দু মিনিট ভেজে নিতে হবে।

  6. 6

    এরপর ভাজা সবজির মধ্যে আগে থেকে ভেজে রাখা কর্ন, নুন আর গোলমরিচ দিতে হবে এবং আরো ১ মিনিট ভেজে নিতে হবে।

  7. 7

    অন্য একটা পাত্রে টমেটো সস, ভিনিগার, সয়া সস, নুন, চিনি ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এবং কড়াইতে ভাজা সব্জির মধ্যে দিয়ে দিতে হবে।

  8. 8

    এরপর কড়াই ঢাকা দিয়ে দিতে হবে ৫ মিনিটের জন্য যাতে মাংস সিদ্ধ হয়ে যায় এবং ব্যাটারের জল শুকিয়ে কর্নের গায়ে মাখো হয়ে যায়।

  9. 9

    তৈরি ক্রিসপি চিলি বেবি কর্ন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
কথিকা বসু
কলকাতা
আমি আমার মতো
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes