কুমড়োর ছক্কা।

Paromita Dey
Paromita Dey @cook_17237001

কুমড়োর ছক্কা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০ জনের জন্য
  1. ৫০০গ্রাম কুমড়ো
  2. ২ টো মিডিয়াম সাইজের আলু
  3. ৪টেবিল চামচজিরা বাটা
  4. ১টেবিল চামচ আদা বাটা
  5. ২টেবিল চামচশুকনো লংকা বাটা
  6. আন্দাজ মতো নুন আর চিনি
  7. ১৫০গ্রাম সর্ষে তেল
  8. ২টেবিল চামচ ঘি
  9. ১০গ্রাম গোটা গরমমসলা
  10. ৫০গ্রাম আদা
  11. ৫,৬টেবিল চামচ জিরা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    কুমড়ো আলু ডুমো ডুমো করে কেটে নিতে হবে।তারপর চাকা তেলে ভাজতে হবে।

  2. 2

    তারপর তুলে রেখে আদা, জিরা, লংকা বাটা দিয়ে ভালো করে কষাতে হবে তেল ছেড়ে গেলে ভেজে রাকগ কুমড়ো, আলু দিয়ে আরো কিছুক্ষন কষাতে হবে।

  3. 3

    তারপর অল্পজল নুন ও মিষ্টি দিয়ে নাড়াতে হবে।

  4. 4

    তারপর আন্দাজ মতো জল দিয়ে সেদ্ধ হওয়া অবধি ঢেকে রাখতে হবে।তারপর ঘি আর গরম মসলা ফরণ ওপরে ছড়িয়ে ২চামচ ঘি দিয়ে ভেজে রাখা কাজু, বাদাম, কিসমিস ওপরে ছড়িয়ে দিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Paromita Dey
Paromita Dey @cook_17237001

মন্তব্যগুলি

Similar Recipes