ছানার পুর ভরা পটলের দোলমা

পিয়াসী
পিয়াসী @Piyasisi
India

#উদ্বৃত্ত খাদ্যবস্তু দিয়ে তৈরি রেসিপি
অনেক সময় ফ্রিজে অনেকটা দুধ জমে থাকে,কি করবো এতটা দুধ নিয়ে আমরা অনেকেই চিন্তায় পরে যায়,এই রকম প্রচন্ড গরমে আমার ফ্রিজে 2 প্যাকেট দুধ আজ 2 দিন ধরে রয়ে গেছে সেই জমে যাওয়া দুধ থেকে একটি বাঙালি নিরামিষ সাবেকি রান্না বানিয়ে নিলাম...এটি খেতে তো ভালো হবেই আর জমে থাকা দুধ টি ও কাজে লেগে যাবে,আপনাদের বাড়িতে জমে থাকা দুধ দিয়ে এরম একটি সুন্দর রান্না বানিয়ে নিতে পারেন

ছানার পুর ভরা পটলের দোলমা

#উদ্বৃত্ত খাদ্যবস্তু দিয়ে তৈরি রেসিপি
অনেক সময় ফ্রিজে অনেকটা দুধ জমে থাকে,কি করবো এতটা দুধ নিয়ে আমরা অনেকেই চিন্তায় পরে যায়,এই রকম প্রচন্ড গরমে আমার ফ্রিজে 2 প্যাকেট দুধ আজ 2 দিন ধরে রয়ে গেছে সেই জমে যাওয়া দুধ থেকে একটি বাঙালি নিরামিষ সাবেকি রান্না বানিয়ে নিলাম...এটি খেতে তো ভালো হবেই আর জমে থাকা দুধ টি ও কাজে লেগে যাবে,আপনাদের বাড়িতে জমে থাকা দুধ দিয়ে এরম একটি সুন্দর রান্না বানিয়ে নিতে পারেন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
6 সারভিংস
  1. 6 টি গোটা এলাচ থেঁতো করা
  2. 2 লিটারদুধ দুই দিন ফ্রিজে জমে ছিল
  3. 1 টুকরোদারচিনি
  4. পরিমানমতোনুন
  5. 6 টেবিল চামচ সরষের তেল
  6. 3 টেবিল চামচ ঘি
  7. 2চা চামচ হলুদ
  8. 2 চা চামচ লংকা গুঁড়ো
  9. 2 টেবিল চামচ চিনি
  10. 3 টেবিল চামচ টকদই
  11. 3 টেবিল চামচ আদা বাটা
  12. 13 টি গোটা পটল
  13. 2 চা চামচ কাজুবাদাম বাটা
  14. 15 টি কিসমিস কুচি
  15. 15 টি কাজুবাদাম কুচি
  16. 1 চা চামচ গোটা জিরে

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    পটলের দুই মুখ কেটে, পটলগুলি চাকু দিয়ে উপরের খোসা টা ছিলে নিন,খোসা ছারানো যাবেনা সবুজ ভাব থাকবে জাস্ট উপরের খোসাটা ছিলতে হবে,এবার চামচের পিছন দিয়ে পটলের মধ্যে ঘুরিয়ে পটলের বীচগুলি বার করে নিন যাতে পটলের ভিতরটি খালি হয়ে যায় আর ছানার পুর ভরতে সুবিধা হয়,এবার পটলগুলি ধুয়ে জল ঝরিয়ে রাখুন

  2. 2

    একটি করায়ে 2 দিনের জমে থাকা 2 লিটার দুধ গরম করে ঐ ফুটন্ত দুধে লেবুর রস দিয়ে দিন,এবার দুধ টি ছানা হলে একটি কাপড়ের করে ছানা টি নিয়ে ঠান্ডা জলে ধুয়ে ছানা চিপে জল ঝরিয়ে একটি পাত্রে রাখুন

  3. 3

    একটি করায়ে 5 টেবিলচামচ সরষের তেলও 2 টেবিলচামচ ঘি দিয়ে গরম করে নিন,এবার জল ঝরানো পটলগুলি দিয়ে পটলগুলি ভেজে নিন,পটলগুলি ভাজা হলে একটি পাত্রে তুলে রাখুন

  4. 4

    এবার আর একটি কড়াই 1 টেবিলচামচ ঘি ও 1টেবিলচামচ সরষের তেল দিয়ে কাজুবাদাম কুচি কিসমিস কুচি দিয়ে নেড়ে ছানা টি দিয়ে পরিমানমতো নুন 1 টেবিলচামচ চিনি সামান্য হলুদ দিয়ে ছানা টি নেরে পুর বানিয়ে নিন

  5. 5

    এবার ছানার পুর টি ঠান্ডা হলে ভেজে রাখা পটলের মধ্যে হাত দিয়ে পুর টি অল্প অল্প করে ভরে দিন এমনভাবে ভরে দিন যাতে পটলের মধ্যের অংশে পুর থাকে বাকী পটলের দুই মুখের অংশ একটু খালি থাকে নাহলে পটলের মধ্যে থেকে পুর বেরিয়ে আসবে,সমস্ত পটল গুলি তে এরম করে পুর ভরে বাকি কিছুটা পুর রেখে দিন গ্রেভি তে দেওয়ার জন্য

  6. 6

    এবার পটল ভাজার তেল টি বেঁচে ছিল কড়াই সেই তেল টি গরম করে তেলের মধ্যে এলাচ দারচিনি গোটা জিরে ফোড়ন দিয়ে আদা বাটা টকদই কাজুবাদাম বাটা চিনি পরিমানমতো নুন হলুদ লংকা গুঁড়ো দিয়ে কম আঁচে মসলা টি কষে নিন ভালো করে,মসলা কষার পর ছানার পুর টি মশলার মধ্যে দিয়ে দিন,ভালো করে নাড়াচাড়া করে 2 কাপ গরম জল দিয়ে দিন এবার গ্রেভি ফুটলে পুর ভরা পটল গুলি দিয়ে দিন

  7. 7

    কম আঁচে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রান্না করে নিন,পটলগুলি নরম হয়ে গা মাখা হলে নুন চিনি চেক করে গ্যাস বন্ধ করে নামিয়ে নিন

  8. 8

    তৈরি হয়ে গেল পুর ভরা পটলের দোলমা এবার গরম ভাতে সকলকে পরিবেশন করুন এই সুন্দর রান্না টি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
পিয়াসী
India
https://youtube.com/channel/UCgYUMIKjwAcC2uPwHU7RP8g
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes