রুই মাছের মৌলি (Rui macher mouli recipe in bengali)

Sayantani Ray
Sayantani Ray @sayantani_27581

#GA4
#week14(coconut milk বা নারকেল এর দুধ শব্দটি নিলাম)এটি একটি পুরোনো সাবেকি রান্না।

রুই মাছের মৌলি (Rui macher mouli recipe in bengali)

#GA4
#week14(coconut milk বা নারকেল এর দুধ শব্দটি নিলাম)এটি একটি পুরোনো সাবেকি রান্না।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
২ জন
  1. ১কেজি রুই মাছ
  2. ৪ টেবিল চামচ টকদই
  3. ২ টেবিল চামচ পোস্তবাটা
  4. ২টেবিলচামচ কাজু কিশমিশ বাটা
  5. ১ টা নারকেল
  6. ২ টো পেঁয়াজ বাটা
  7. ১ টা পেঁয়াজ কুচি
  8. ৩ চা চামচ আদারসুনবাটা
  9. ১ চা চামচঘি আর গরমমশলা
  10. ১/২ চা চামচ জিরে, তেজপাতা ফোরনের জন্য
  11. ১চা চামচ জিরে গুঁড়ো
  12. ১চা চামচ ধনেগুঁড়ো
  13. ১চা চামচ লংকা গুঁড়ো
  14. ১/২চাচামচ হলুদ গুঁড়ো
  15. পরিমাণ মতোসরষের তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    নারকেল কুড়িয়ে গরমজল এ দিয়ে ৩০ মিনিট রেখে মিক্সিতে একবার বেটে জলটা ছেকে নারকেল এর দুধ বের করে নিতে হবে। পেয়াজ,পোস্ত, আদারসুন সব আলাদা করে বেটে নিতে হবে।

  2. 2

    কাজু,কিশমিশ ও বেটে নিতে হবে।

  3. 3

    মাছ নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে। ও-ই তেল এই জিরে,তেজপাতা গরম মশলা ফোরন দিয়ে পেঁয়াজ কুঁচি দিয়ে একটু ভাজা ভাজা হলে পেঁয়াজ বাটাটা দিয়ে কষাতে হবে।জিরে গুড়ো,ধনে গুড়ো,হলুদ,লংকা গুড়ো দিয়ে অল্প জলে দিয়ে কষাতে হবে।

  4. 4

    কষা হলে টকদই, পোস্ত ও কাজুকিশমিশ বাটা দিয়ে আরও কিছুসময় কষে নারকেল এ-র দুধ দিতে হবে।

  5. 5

    গ্রেভি ফুটে উঠলে ভাজা মাছ দিয়ে আরও কিছুসময় ফুটিয়ে ঘি গরম মশলাগুড়ো,চেরা কাঁচা লংকা ছড়িয়ে নামাতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sayantani Ray
Sayantani Ray @sayantani_27581
https://youtube.com/channel/UC_bENiNoFoXXiUvfiRxDikw youtube channel -"Hata Khuntir Melbondhon "
আরও পড়ুন

Similar Recipes