ফুলকপির রোস্ট

Sambita Rudra
Sambita Rudra @cook_15700743

#ঐতিহ্যগত_বাঙালি_রান্না

ফুলকপির রোস্ট

#ঐতিহ্যগত_বাঙালি_রান্না

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিঃ
  1. ২ টো ফুলকপি
  2. ২ টো বড় টমেটো বাটা
  3. ১/২ কাপ ফেটানো টকদই
  4. ২ চা চামচ আদা বাটা
  5. ২ চা চামচ লঙ্কা বাটা
  6. ২ চা চামচ জিরে বাটা
  7. ৫-৬ টা কাজুবাদাম বাটা
  8. ২ চা চামচ চারমগজ বাটা
  9. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  10. ১, ১/২ চামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো
  11. ১/২ চা চামচ গরম মসলা বাটা
  12. পরিমাণ মতোফোড়নের জন্য গোটা গরম মসলা,, তেজপাতা,, জিরে,, শুকনো লঙ্কা
  13. ১ চা চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিঃ
  1. 1

    প্রথমে ফুলকপি গুলো বড় বড় করে কেটে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে রাখুন।

  2. 2

    এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল ও একটু ঘি গরম করে তাতে গোটা গরম মসলা,, তেজপাতা,,জিরে,, শুকনো লঙ্কা ফোড়ন দিন।

  3. 3

    ফোড়নের গন্ধ ছাড়লে ওতে আদা বাটা,, জিরে বাটা,, কাঁচা লঙ্কা বাটা,,হলুদ দিয়ে কিছুক্ষণ ভালো করে কষতে থাকুন

  4. 4

    এবার ওতে টমেটো বাটা,, নুন,, চিনি,, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো কিছুক্ষণ ভালো করে কষুন

  5. 5

    এরপর ওতে কাজুবাদাম বাটা,,চারমগজ বাটা,, টকদই দিয়ে ভালো করে কষতে থাকুন

  6. 6

    এবার ওতে ভেজে রাখা ফুলকপি গুলো দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মত পরিমাণ গরম জল (খুব বেশি নয়) দিন।

  7. 7

    ঢাকা দিয়ে খুব ভালো করে ফুটতে দিন।

  8. 8

    ঝোল ফুটে গাঢ় হয়ে আসলে গরম মসলা বাটা ও ঘি ছড়িয়ে নামিয়ে নিন।

  9. 9

    ব্যাস তৈরি হয়ে গেল ফুলকির রোস্ট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sambita Rudra
Sambita Rudra @cook_15700743

মন্তব্যগুলি

Similar Recipes