সুজির পরোটা

Aritra Gamer
Aritra Gamer @cook_17216739

#খাবার-খবর #জলখাবার এর রেসিপি।

সুজির পরোটা

#খাবার-খবর #জলখাবার এর রেসিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

10মিনিট
5জনের
  1. 1কাপবড়ো কাপের সুজি
  2. 1 চা চামচলবন
  3. 2 চা চামচঘি বা সাদা তেল
  4. 1বাটি ময়দা
  5. প্রয়োজন অনুযায়ীভাজার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

10মিনিট
  1. 1

    প্রথমে বড়ো কাপের 1কাপ সুজি নিয়েছি ।ওই কাপের মাপেই 2কাপ জল নিয়ে একটা পাত্রে লবন দিয়ে উনুনে বসিয়ে জলটা ফুটিয়ে নিতে হবে। জলটা ফুটে উঠলেই জলের মধ্যে সুজি টা দিয়ে দিতে হবে ।সুজি টা কিন্তু কাঁচা থাকবে ভাজব না।

  2. 2

    এইবার জলের মধ্যে সুজি টা কে ভালো করে মিশিয়ে নিতে হবে আর ভালো করে বার বার নাড়তে হবে যেনো তলায় লেগে না যায় ।জল শুকিয়ে আসলে মন্ড হয়ে এলে নামিয়ে একটু ঠান্ডা হতে দিতে হবে

  3. 3

    মন্ড টি ঠান্ডা হয়ে আসলে (এখানে 1টা কথা বলেরাখি ঠান্ডা কিন্তু পুরোপুরি হবে না হাতে সওয়া যায় এমন গরম থাকবে না হলে মন্ড টি শক্ত হয়ে যাবে) তো এই পর্যায়ে তেল বা ঘি টি দিয়ে মন্ড টি মাখতে হবে এবং সাথে অল্প করে ময়দা দিয়ে ভালো করে ঠেসে নিতে হবে।

  4. 4

    এইবার মন্ড টি মাখা হয়ে গেলে তার থেকে সাধারণ রুটির লেচি থেকে একটু বড়ো মাপের লেচি নিয়ে ময়দা দিয়ে একটু মোটা করে রুটি বেলে নিয়ে একটা ছুরি দিয়ে ধার গুলো কেটে চৌকো আকার দিতে হবে

  5. 5

    এইবার উনুনে একটি তাওয়া বসিয়ে রুটি গুলো এপিঠ ওপিঠ একটু সেকে নিয়ে ওপর থেকে অল্প করে তেল দিয়ে ভাজা ভাজা করে নিয়ে গরম গরম যে কোনো তরকারির সাথে পরিবেশন করতে হবে সুজির পরোটা টি।

  6. 6

    আমি আজ জলখাবার রে এই সুজির পরোটা টির সাথে কালোজিরা কাঁচালঙ্কা দিয়ে ঝোল ঝোল আলু চচ্চড়ি,সিমুই এর পায়েস আর কমলা ভোগের সাথে পরিবেশন করেছি।এই রেসিপিটি অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি।এবং বাচ্ছাদের টিফিন দেওয়ার জন্য একদম পারফেক্ট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aritra Gamer
Aritra Gamer @cook_17216739

মন্তব্যগুলি

Similar Recipes