চকলেট সিনামন রোল(Chocolate Cinnamon roll recipe in bengali)

Rakhi Biswas
Rakhi Biswas @cook_22432548

#NoOvenBaking
সিনামন রোল খেতে খুব টেস্টি. মাস্টার শেপ নেহা ম্যাম ইস্ট ছাড়া ওভেন ছাড়া কিভাবে সিনামন রোল বানাতে হয় শিখিয়ে আমাদের খুব উপকার করেছে.

চকলেট সিনামন রোল(Chocolate Cinnamon roll recipe in bengali)

#NoOvenBaking
সিনামন রোল খেতে খুব টেস্টি. মাস্টার শেপ নেহা ম্যাম ইস্ট ছাড়া ওভেন ছাড়া কিভাবে সিনামন রোল বানাতে হয় শিখিয়ে আমাদের খুব উপকার করেছে.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 কাপময়দা
  2. 2/4 চা চামচবেকিং পাউডার
  3. 1/4 চা চামচবেকিং সোডা
  4. 1.5 চা চামচ চিনি গুঁড়ো
  5. 2 চা চামচগলানো মাখম
  6. স্বাদ অনুযায়ী একটু লবণ
  7. 1/4 কাপদুধ
  8. 1 চা চামচভিনেগার
  9. ভেতরের স্টাফিং
  10. 1/2 চা চামচ দারচিনি গুঁড়ো
  11. 1.5 চা চামচদেড় চামচ সাদা চিনি
  12. 1.5 চা চামচ মাখন
  13. 1 চা চামচচকলেট গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে প্রথমে দুধের মধ্যে ভিনিগার মিশিয়ে 10 মিনিট রেখে দিতে হবে. এবার একটি পাত্রে ময়দা নিয়ে তারমধ্যে বেকিং পাউডার,বেকিং সোডা, লবণ আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে. এরপরে অল্প করে দুধ দিয়ে দিতে হবে আর গলানো মাখম টা দিয়ে ভালো করে একটা সফট দো বানিয়ে নিতে হবে. এরপর 30 মিনিটের জন্য রেখে দিতে হবে.

  2. 2

    এবার একটি বাটিতে দারচিনি, নরমাল চিনি, চকলেট. মাখম দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে. *আমার কাছে ব্রাউন সুগার ছিলনা তাই আমি নরমাল চিনি ইউজ করেছি.

  3. 3

    আধঘন্টা পরে ময়দাটা কে আবার ভাল করে মেখে নিতে হবে.

  4. 4

    এবার ময়দা ময়দা টাকে লম্বা করে হাফ ইঞ্চির মত মোটা রেখে বেলে নিতে হবে. এরপরে নিচের থেকে এক ভাজ, উপর থেকে এক ভাজ করতে হবে. এরপরে দুটো ভাজ একসাথে মিশিয়ে দিতে হবে. এই ভাজকে আবার একটু বেলে নিতে হবে. এবার লম্বা লম্বা করে ছুরি দিয়ে কেটে নিতে হবে

  5. 5

    এবারে কাটা অংশ থেকে এক একটা টুকরোকে আবার তিন ভাগ করতে হবে কিন্তু উপর থেকে পুরো কাটা যাবে না. এবার বেনুনির মতো সেপ করে নিতে হবে. এবার বেনুনি দুটো মুখ নিচ থেকে গোল করে একসাথে লাগিয়ে দিতে হবে.

  6. 6

    এবার গ্যাসে কড়াই বসিয়ে নিচে লবণ দিয়ে তারপর একটা স্ট্যান্ড বসিয়ে ঢেকে নিয়ে দশ মিনিটের জন্য প্রিহিট করে নিতে হবে মিডিয়াম আচে. এবার ছোট ছোট বাটি নিয়ে বাটি গুলির মধ্যে মাখম লাগিয়ে নিতে হবে. এবার এক একটা বাটিতে এই রোলগুলো রেখে স্ট্যান্ড এর উপর বসিয়ে দিতে হবে. কড়াই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে. 15 থেকে 20 মিনিটের জন্য মিডিয়াম থেকে লো ফেল্মে বেক করে নিতে হবে. কুড়ি মিনিট পর উপর থেকে বাটার ব্রাশ করে নামিয়ে নিতে হবে.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rakhi Biswas
Rakhi Biswas @cook_22432548

Similar Recipes