রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট।
৪ জনার জন্য।
  1. ২-৩ টা আলু
  2. ১/২ বাটি চীনাবাদাম
  3. ১০-১২ টা কারিপাতা
  4. ১/২চা চামচকর্ণ ফ্লাওয়ার
  5. ১ চা চামচ নুন
  6. ২ কাপ সাদা তেল
  7. ৩-৪ কাপ ঠান্ডা জল (বরফ জল)

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট।
  1. 1

    সবার প্রথমে একটা গ্রেটার দিয়ে আলু গুলো কে এক ভাবে গ্রেট করে নিতে হবে।

  2. 2

    তারপর আলু গুলো কে ৮-১০ বার জল দিয়ে ধুয়ে নিয়ে ঠান্ডা জল দিয়ে ১৫ মিনিট রেখে আলুর জল ঝরিয়ে নিতে হবে।

  3. 3

    তারপর আলু গুলো কে পাখার তলায় দিয়ে জল শুকিয়ে নিতে হবে।

  4. 4

    তারপর আলু গুলোর মধ্যে কনফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  5. 5

    তারপর চুলায় করা বসিয়ে ওর মধ্যে তেল দিতে হবে এবং তেল গরম হলে ওর মধ্যে অল্প অল্প করে আলু গুলো কে ব্রাউন কালার করে ভেজে তুলে নিতে হবে।

  6. 6

    তারপর ঔ তেলে চিনা বাদাম ও কারি পাতা গুলো কে ভেজে তুলে নিতে হবে।

  7. 7

    তারপর ভাজা আলুর মধ্যে সাদ অনুযায়ী নুন ও ভাজা বাদাম এবং ভাজা কারিপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং তৈরি হয়ে যাবে ঝুড়ি আলুভাজা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Madhumita Kayal
Madhumita Kayal @Madhumita2008
Raghabpur(Baspara) P.O -Nepalgunj P.S -Bishnupur Dist -24 Pgs (S) Kolkata-700103.

মন্তব্যগুলি (3)

Similar Recipes