ফুলকপির সিঙ্গাড়া(Fulkopir singara recipe in Bengali)

Nandini Sharma
Nandini Sharma @cook_31722947

ফুলকপির সিঙ্গাড়া(Fulkopir singara recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০_৪৫ মিনিট
৬ জন
  1. ডো এর জন্য
  2. ১কাপ ময়দা
  3. ১ টেবিল চামচ সুজি
  4. ২ টেবিল চামচ ঘি
  5. স্বাদ মতনুন
  6. ১ চিমটি বেকিং পাউডার
  7. পরিমাণ মত জল
  8. পুরের জন্য
  9. ১ কাপফুলকপির কুচি
  10. ১\২ +১\২চা চামচজিরা , ধনে গুঁড়ো
  11. ১ চিমটিহলুদ গুঁড়ো
  12. ১ চিমটি হিং
  13. ১\২চা চামচ গোটা জিরা
  14. স্বাদ মতনুনচিনি
  15. ২ টেবিল চামচধনে পাতা কুচি
  16. ২টেবিল চামচ চীনাবাদাম
  17. ১\২কাপ মটরশুঁটি
  18. ১ টেবিল চামচআদা, লঙ্কা বাটা
  19. পরিমাণ মতভাজার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০_৪৫ মিনিট
  1. 1

    প্রথমেই ডো টা মেখে রেখে দেবো ৩০মিনিট এর জন্য।
    পুরটা বানিয়ে নেবো,,,,,,,,গ্যাসের কড়াই বসিয়ে তার মধ্যেই দুই টেবিল চামচ তেল দিয়ে, গরম হলে কম আঁচে প্রথমেই হিং তার পর গোটা জিরা, আদা,লঙ্কা বাটা, জিরা, ধনে, হলুদ, নুন দিয়ে ভাল করে ভেজে নিলাম, ।এরপর মটর শুটির দিয়ে দুই মিনিট ঢেকে রাখবো, তার পর ফুল কপির দিয়ে ভাল করে ভেজে নেবো। এবারের গরম মশলার, সামান্য চিনি, বাদাম, ধনে পাতা কুচি দিয়ে দুই মিনিট ভেজে নামিয়ে ঢাকা দিয়ে রাখবো।আমার পুর রেডি।

  2. 2

    এবারের ডো টাকে আরও একবার ভাল করে ঠেসে নেবো। ছোট ছোট লেচি কেটে রাখবো।এক একটা লেচি পাতলা করে বেলে নিয়ে মাঝখানের কেটে নিলাম।
    এবং একটা অংশ ফুল কপির পুর ভরে সিঙ্গারা আকারে বানিয়ে নিলাম, এই ভাবেই সব কটা সিঙ্গারা বানিয়ে নিলাম।
    বাড়ির তে বানানো টমেটো সস দিয়ে গরম গরম

  3. 3

    গ্যাসের কড়াই বসিয়ে তার মধ্যেই বেশি করে তেল দিয়ে, গরম হলে সিঙ্গারা গুলোর ভাল করে কম আঁচে এপিট ওপিট করে ভেজে তুলে রাখবো। এই ভাবেই সব কটা সিঙ্গারা ভেজে নেবো।
    গরম গরম টমেটো সস দিয়ে সার্ভ করলাম।
    আমার বানানো টমেটো সস। অসাধারণ হয়েছে খেতে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nandini Sharma
Nandini Sharma @cook_31722947

Similar Recipes