চিকেন শাওয়ার্মা (Chicken Shawarma Recipe in Bengali)

Chandrima Ranjan
Chandrima Ranjan @cook_21491079

#কিডস স্পেশাল রেসিপি
ttps://youtu.be/5w8voMNjDtI
লেবাননের চিকেন শাওয়ার্মা বাড়িতে বানানো একেবারেই সোজা। এটা পিটা (এক ধরনের রুটি, যা দিয়ে রোল বানানো হয়) ব্রেড দিয়ে বানাতে হয় যা ছোটদের খুবই প্রিয় একটা রেসিপি।কী ভাবে বানাবেন দেখে নিন আর আজই বাড়িতে বানিয়ে পরিবারের ক্ষুদে সদস‍্যদের পরিবেশন করুন এই মজার চিকেন শাওয়ার্মা।

চিকেন শাওয়ার্মা (Chicken Shawarma Recipe in Bengali)

#কিডস স্পেশাল রেসিপি
ttps://youtu.be/5w8voMNjDtI
লেবাননের চিকেন শাওয়ার্মা বাড়িতে বানানো একেবারেই সোজা। এটা পিটা (এক ধরনের রুটি, যা দিয়ে রোল বানানো হয়) ব্রেড দিয়ে বানাতে হয় যা ছোটদের খুবই প্রিয় একটা রেসিপি।কী ভাবে বানাবেন দেখে নিন আর আজই বাড়িতে বানিয়ে পরিবারের ক্ষুদে সদস‍্যদের পরিবেশন করুন এই মজার চিকেন শাওয়ার্মা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

4 জনের জন‍্য
  1. পুরের জন‍্য :
  2. 300 গ্ৰামমুরগির মাংস গ্রাম (বোনলেস)
  3. 3টেবিল চামচ তেল
  4. 1চা চামচরসুন বাটা
  5. 1চা চামচ আদা বাটা
  6. 1চা চামচ জিরে গুঁড়
  7. 1চা চামচ ধনে গুঁড়
  8. 1/2 চা চামচ লঙ্কা গুঁড়
  9. 1চা চামচ নুন
  10. 1চা চামচ চিনি
  11. 1চা চামচ পাতি লেবুর রস
  12. স্বাদমতোগোলমরিচ গুঁড়ো
  13. 1চা চামচ টক দই
  14. 1চিমটি রেড/অরেন্জ ফুড কালার
  15. 1কাপ বাঁধাকপি কুচি
  16. 1/2কাপ ক‍্যপসিকাম/বেল পেপার কুচি
  17. 1/2কাপ পেঁয়াজ কুচি
  18. পিটা ব্রেড এর জন‍্য:
  19. 2কাপ ময়দা
  20. 3 টেবিল চামচ সাদা তেল
  21. 1/2চা চামচ নুন
  22. 1চা চামচ চিনি
  23. 1/2চা চামচ বেকিং পাওডার
  24. 2চিমটি বেকিং সোডা
  25. 2টেবিল চামচ টক দই
  26. 1/2কাপ টমেটো আর শসা কুচি
  27. 4 টেবিল চামচ মেয়োনিজ
  28. 2টেবিল চামচ টমেটো সস

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রণালী: পুরের জন‍্য বোনলেস মাংসের টুকরোগুলিকে সরু আর লম্বা আকারে কেটে নিতে হবে।এবার একটি পাত্রে 1 চামচ সাদা তেল দিয়ে চিকেনের টকরোগুলো মাখিয়ে সবজি ছারা পুরের সবকটা উপকরণ নিয়ে চিকেনের সাথে মিশিয়ে ফেলুন।তার পর অন্তত ½ ঘণ্টা ফ্রিজে রাখুন।

  2. 2

    এবার একটি প্যান গরম করুন। 2 চামচ তেল দিয়ে ম‍্যরিনেট করা চিকেন ভালো করে ভেজে জল সুকিয়ে কুঁচি করে কেটে রাখা পেঁয়াজ,বাঁধা কপি,ক‍্যপসিকাম/বেল পেপার দিয়ে দিন।ভালো করে মিনিট তিনেক নেড়েচেড়ে নামিয়ে দিন।

  3. 3

    পিটা ব্রেডের জন‍্য সব উপকরণ একসাথে ভাল করে মিশিয়ে ঈষদ উষ্ণ গরম জলে মেখে ডো বানিয়ে রুটির আকারে বেলে কাঁটা চামচ দিয়ে ফুটো করে চাটুতে সেঁকে নিন।2 কাপ ময়দায় 4 টে পিটা বানাতে হবে।

  4. 4

    এবার রোল বানানোর জন‍্য পিটার উপরে টমেটো সস্ আর মেয়োনিজ মাখিয়ে তার উপরে চিকেনের পুর দিয়ে উপর থেকে শসা টমেটো কুচি আর অল্প মেয়োনিজ ছরিয়ে রোল বানিয়ে পরিবেশন করুন চিকেন শাওয়ার্মা র‍্যাপ।😊

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Chandrima Ranjan
Chandrima Ranjan @cook_21491079

Similar Recipes