পেঁয়াজ পরোটা (peaj porota recipe in bengali)

Paulamy Sarkar Jana
Paulamy Sarkar Jana @cook_psj06
Madhyamgram, Kolkata 129

#রোজকারসব্জী
#পেঁয়াজ
#week1
রাজস্থানের একটা জনপ্রিয় পরোটা রেসিপি যেটা প্রায় প্রত্যেক ঘরেই হয় আর এটার মধ্যে আপনি চাইলে নিজের মত করে ভ্যারিয়েশন করতে পারেন ।তাই আজ আমি আমার মতো করে বানালাম পেঁয়াজ পরোটা ট্রাই করুন ভালো লাগবে😊

পেঁয়াজ পরোটা (peaj porota recipe in bengali)

#রোজকারসব্জী
#পেঁয়াজ
#week1
রাজস্থানের একটা জনপ্রিয় পরোটা রেসিপি যেটা প্রায় প্রত্যেক ঘরেই হয় আর এটার মধ্যে আপনি চাইলে নিজের মত করে ভ্যারিয়েশন করতে পারেন ।তাই আজ আমি আমার মতো করে বানালাম পেঁয়াজ পরোটা ট্রাই করুন ভালো লাগবে😊

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৬জনের
  1. ২ কাপ ময়দা
  2. ১কাপ আটা
  3. ১টেবিল চামচ নুন
  4. ২টেবিল চামচ সাদা তেল
  5. ১চা চামচ চিনি
  6. ১চা চামচ জোয়ান
  7. পুরের জন্য
  8. ১বাটি পেঁয়াজ কুচি একটু ডুমো করা
  9. ১টেবিল চামচ আমচুর
  10. ১ বাটি আলু সিদ্ধ
  11. ২টেবিল চামচ লংকা গুঁড়া
  12. ১চা চামচ গরম মসলা গুঁড়ো
  13. ১চা চামচ গোটা ধনে গুঁড়ো
  14. ১ চা চামচ ভাজা জিরার গুঁড়ো
  15. পরিমান মতোভাজার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে আমরা সিদ্ধ করা আলুর জল ঝরিয়ে ভাল করে মেখে নিতে হবে

  2. 2

    ময়দা ও আটা তেল,নুন,চিনি ও বাকি মশলাটা ভালো করে মিশিয়ে একটা টাইট ডো বানিয়ে নিতে হবে তারপর ঢাকা দিয়ে রাখতে হবে ১০মিনিট

  3. 3

    এবার অলুমাখার মধ্যে গরম মসলার গুঁড়ো,আমচুর পাউডার, লঙ্কার গুঁড়ো,ধোনের গুঁড়ো, জিরের গুঁড়ো এগুলো দিয়ে ভাল করে মেখে নিয়ে রাখতে হবে

  4. 4

    আলু মাখার সাথে ডুমো করে কেটে রাখা পেঁয়াজটা হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে আলুতে ভালো করে মেখে নেবো ঠিক পরোটা ভাজার আগে। বেশি আগে মাখিয়ে নিলে পেঁয়াজ জল ছেড়ে দেবে আর এটা পাতলা হয়ে যাবে তাই ঠিক আগে দিতে হবে

  5. 5

    এবার ঐ মাখা ডো থেকে লেচি নিয়ে বড় রুটির আকার বড় করে বেলে অর্ধেকটা পুর দিয়ে অর্ধেক চাঁদের মত মুড়িয়ে নিয়ে কাটা চামচ দিয়ে মুখটাকে চেপে চেপে বন্ধ করে দেবো আর হাতে রেখে চাপ দিয়ে ওপরটা হালকা হালকা চাপ দিয়ে দেবো যাতে একটু চ্যাপ্টা হয়ে যায়

  6. 6

    তাওয়া গরম করে তাওয়ায় একটু বেশি পরিমাণে তেল দিতে হবে দিয়ে পরোটা টা দিয়ে একটা পিঠ হালকা ভেজে অন্য পিঠে নিয়ে আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে মাঝারি আঁচে সময় নিয়ে সুন্দর করে হাভাজতে হবে নয়তো কাঁচা রয়ে যাবে ভাজা হয়ে গেলে তুলে গরম গরম একটু ঘি বা মাখন সাথে আচার আর পেঁয়াজ দারুণ জমে যাবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Paulamy Sarkar Jana
Madhyamgram, Kolkata 129
ভীষণ ভালোবাসি রান্না করতেন আর খেতেও তার চেয়েও ভালোবাসি সবাইকে খাওয়াতে আর নানা রকম নতুন নতুন রান্না দেখতে এবং শিখতে খুব ভালো লাগে এটাই আমার পড়াশুনার পর দ্বিতীয় ভালোবাসা😁
আরও পড়ুন

Similar Recipes