ক্রিম স্টাফড শাহী টুকরা (Cream stuffed shahi tukra recipe in Bengali)

Priyanka Sinha
Priyanka Sinha @cook_priyankasinha
আসানসোল

ক্রিম স্টাফড শাহী টুকরা (Cream stuffed shahi tukra recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৪ জন
  1. ৪ স্লাইস বড় পাউরুটি
  2. ১ লিটার ফুল ক্রিম দুধ
  3. ১/২ কাপ ঘি
  4. ১ টেবিল চামচ বাটার
  5. ২ কাপ + ২ টেবিল চামচ চিনি
  6. ১ কাপ জল
  7. ১/২ কাপ ড্রাই ফ্রুটস টুকরো
  8. ২ টেবিল চামচ চেরি কুচি
  9. ১ চা চামচ এলাচ গুঁড়ো
  10. ২ টি গোটা এলাচ
  11. ১ কাপ ছানা
  12. ১ পিঞ্চ হলুদ ফুড কালার / কেশর

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    দুধ ফুটিয়ে ঘন করে এতে ১ কাপ চিনি, এলাচ গুঁড়ো, ফুড কালার ও ড্রাই ফ্রুটস মিশিয়ে রাবরি তৈরি করে নিতে হবে।

  2. 2

    ১ কাপ জল, ২ টি গোটা এলাচ ও ১ কাপ চিনি ফুটিয়ে ১ তারের রস করে নিতে হবে।

  3. 3

    পাউরুটি গুলো চৌকো ও ৪ টুকরো করে কেটে ঘিয়ে লাল কলে ভেজে চিনির রসে ২ মিনিট রেখে তুলে নিতে হবে।

  4. 4

    ছানা, ২ টেবিল চামচ চিনি ও ১ টেবিল চামচ বাটার মিক্সার গ্রাইন্ডারে ২-৩ বার ঘুরিয়ে স্মুদ ক্রিম তৈরি করে রস থেকে তুলে রাখা পাউরুটির এক প্রান্তে লাগিয়ে অপর একটি পাউরুটি জুড়ে দিতে হবে স্যান্ডউইচের মতো করে।

  5. 5

    এবার ক্রিম দেওয়া স্যান্ডউইচ গুলো একটা পাত্রে সাজিয়ে উপর থেকে রাবরি ছড়িয়ে, চেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
    এটা কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করলে বেশি সুস্বাদু লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Priyanka Sinha
Priyanka Sinha @cook_priyankasinha
আসানসোল

Similar Recipes