নিম বেগুনের ঝোল(neem beguner jhol recipe in Bengali)

Mamtaj Begum
Mamtaj Begum @cookingmagickolkata
Kolkata park circus

#BRR
এখন ঋতু পরিবর্তনের সময় তেঁতো খাওয়া খুব প্রয়োজন। আমাদের বাড়িতে এই ঋতু পরিবর্তনের সময় তেঁতো পদ থাকবেই, সেটা উচ্ছে আলু, মেথি শাকের পদ , নিম পাতা র পদ যা কিছু হতে পারে।আমি আজ দুপুরে বানিয়েছি নিম বেগুনের ঝোল।

নিম বেগুনের ঝোল(neem beguner jhol recipe in Bengali)

#BRR
এখন ঋতু পরিবর্তনের সময় তেঁতো খাওয়া খুব প্রয়োজন। আমাদের বাড়িতে এই ঋতু পরিবর্তনের সময় তেঁতো পদ থাকবেই, সেটা উচ্ছে আলু, মেথি শাকের পদ , নিম পাতা র পদ যা কিছু হতে পারে।আমি আজ দুপুরে বানিয়েছি নিম বেগুনের ঝোল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০/২৫ মিনিট
২/৪ জন
  1. 2 কাপবেগুনের টুকরো
  2. 1 কাপবিউলি ডালের বড়ি
  3. 1/2 কাপকচি নিমপাতা
  4. স্বাদ মতলবণ
  5. 2 টোগোটা শুকনো লাল লঙ্কা
  6. 2টেবিল চামচ সরষের তেল
  7. 1/2টেবিল চামচ হলুদ গুঁড়ো
  8. 2 চিমটিভাজা মশলা (জিরে ধনে,গোলমরিচ)
  9. 1 চা চামচপাঁচফোড়ন

রান্নার নির্দেশ সমূহ

২০/২৫ মিনিট
  1. 1

    কচি নিমপাতা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিলাম।

  2. 2

    নিম পাতা ছাড়িয়ে নিয়ে কুচিয়ে নিলাম। হাতের কাছে উপকরণ গুলি রাখলাম । বেগুন ভালো করে ধুয়ে নিলাম।

  3. 3

    গ্যাস ওভেন জ্বালালাম, মাঝারি আঁচে রান্নার জন্য কড়াই বসালাম। কড়াই গরম হলে তেল ঢেলে দিলাম । তেল গরম করে নিয়ে বেগুনে সামান্য হলুদ ও লবণ মাখিয়ে নিলাম। বেগুন ও বড়ি ভেজে তুলে নিলাম। নিম পাতা ভেজে তুলে রাখলাম। পাঁচফোড়ন দিয়ে দিলাম, দুটো শুকনো লাল লঙ্কা দিয়ে দিলাম।

  4. 4

    এবার ভাজা বেগুন ও বড়ি ঢেলে দিলাম।, বাকি হলুদ গুঁড়ো দিয়ে সামান্য একটু নাড়া চাড়া করে নিলাম ।তারপর নিমপাতা গুলি ভালো করে মিশিয়ে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিলাম। আঁচটা ধী মে করে দিলাম।

  5. 5

    ঝোল গাঢ় হয়ে এলে দুই চিমটে ভাজা মশলা গুঁড়া ছড়িয়ে দিলাম,সামান্য সময় ঢাকনা বন্ধ করে দিলাম। সিদ্ধ হয়ে গেলে গ্যাস ওভেন বন্ধ করে দিলাম। আমার নিম বেগুনের ঝোল রান্না কমপ্লিট।

  6. 6

    অন্য একটি পাত্রে ঢেলে নিয়ে পরিবেশনের জন্য প্রস্তুত করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mamtaj Begum
Mamtaj Begum @cookingmagickolkata
Kolkata park circus

মন্তব্যগুলি

Similar Recipes