গোলাপজামুন কাস্টার্ড

#mishti মিষ্টি বা ডেজার্ট মানেই গোলাপজামুন,চমচম এগুলো সবারই খুব পছন্দ ,বিশেষ কোনো আয়োজন /বিয়ে উৎসবে মিষ্টি ছারা চলেইনা ৷আমি খুবই গোলাপজামুন পছন্দ করি আর তার সাথে একটু নতুনত্ব জোগ করলাম আর তৈরি করে পরিবেশনের পর সবাই খুব টেষ্ট বললো গোলাপজামুন কাস্টার্ড
গোলাপজামুন কাস্টার্ড
#mishti মিষ্টি বা ডেজার্ট মানেই গোলাপজামুন,চমচম এগুলো সবারই খুব পছন্দ ,বিশেষ কোনো আয়োজন /বিয়ে উৎসবে মিষ্টি ছারা চলেইনা ৷আমি খুবই গোলাপজামুন পছন্দ করি আর তার সাথে একটু নতুনত্ব জোগ করলাম আর তৈরি করে পরিবেশনের পর সবাই খুব টেষ্ট বললো গোলাপজামুন কাস্টার্ড
রান্নার নির্দেশ
- 1
প্রথমে গুঁড়াদুধ ঘি ময়দা বেকিংপাউডার একত্রে করে মিক্স করে নিতে হবে৷তারপর ২চামচ লিকুইডদুধ দিয়ে আঠালো করে ডো বানাতে হবে ৷ হাতের তালুতে তেল মেখে ডো ৬/৮টুকরো করে নিয়ে একটি টুকরো হাতের তালুতে মিষ্টির মত লম্বা করে বানাতে হবে তারপর
- 2
চুলা অন করে প্যান বসিয়ে তেল তিনকাপ দিয়ে গরম করে চুলার আঁচ লো করে মিষ্টিগুলো ভেজে নিতে হবে আস্তে আস্তে রংটি যখন ব্রাউন হবে তখন তুলে নিতে হবে তেল থেকে৷
- 3
তারপর অন্য প্যানে সিরার জন্য পানি এবং চিনি দিয়ে জাল করে নিতে হবে সিরা হলে ভাজা মিষ্টিগুলো ঢেলে দিয়ে ঢেকে রান্না করতে হবে ২০মিনিট৷তারতর ঢাকনা তুলে দেখবো মিষ্টি ফুলে দ্বিগুন হয়ে গেছে তারতর চুলা থেকে নামিয়ে ওভাবেই ঢেকে রাখবো কিছুখন৷আর গোলাপজল ফোটা দিয়ে
- 4
অন্য প্যানে লিকুইডদুধ দিয়ে জ্বাল করবো ঘনো হওয়া পর্যন্ত মানে দুধ টেনে অর্ধেক হবে তারপর সাথে কন্ডেন্সমিল্ক দিবো৷আর একটেবিলচামচ পানিতে কাস্টার্ডপাউডার গুলিয়ে দিবো৷
- 5
তারপর অনবরত নাড়তে হবে এবার ঘনঘন হলে মালাই দিয়ে নামিয়ে নিয়ে ঠান্ডা করবো
- 6
এবার পরিবেশন পাত্রে মিষ্টিগুলো দিয়ে উপরে কাস্টার্ড মিস্রন ঢেলে প্লেটের পাশে গোলাপপাপরি ছরিয়ে সাজিয়ে পরিবেশন করবো একনতুন রুপে প্রথমে পরিবারে সবাই দেখে চোখের দেখাতে অর্ধেকস্বাদ নিবে তারপর টেষ্ট করে বাকিস্বাদ আমি খেয়ে যেমন মুগ্ধ হয়েছি তেমনি সবাই এই ডেজার্টের স্বাদ মনে রাখবে বহুদিন
- 7
তৈরি মজাদার লোভনীয় গোলাপজামুন কাস্টার্ড
কুকস্ন্যাপগুলি
আপনি কি এই রেসিপিটি রান্না করেছেন? আপনার রান্নার একটি ছবি শেয়ার করুন!
Similar Recipes
-
#mishti
রেসিপির নামঃগোলাপজামুন কাস্টার্ড ,এটি খুবই মজাদার একটি ডেজার্ট,আমার পরিবারের সবাই এটা পছন্দ করে Anisa Akter Nupur -
-
ফ্রুট কাস্টার্ড
#Happy আমার ছেলে,ছোট ভাই ফ্রুট কাস্টার্ড খুবই পছন্দ করে।ঈদে ডেজার্ট এর মধ্যে কাস্টার্ড বেস্ট এর মধ্যে পরে। Asma Akter Tuli -
সেমাই কাস্টার্ড
#fooddiaries আমার ছেলের কাস্টার্ড খুব পছন্দ,তবে সেমাই খেতে চায় না,তাই আমি সেমাই রান্না করে কাস্টার্ড বানিয়ে দেই ওর এক বাটি কাস্টার্ড হলে রাতের খাবারে আর কিছুই লাগে না। Asma Akter Tuli -
-
-
কাস্টার্ড
#Cooksnaphunt @ Moli Mazumdar আপুর রেসিপি অনুসরন করে কাস্টার্ড বানিয়েছি,সবাই খেয়ে খুব মজা পেয়েছে,ধন্যবাদ আপিকে। Asma Akter Tuli -
সুগার ফ্রি ব্যানানা প্যানকেক (বাচ্চার ১০ মাস+)
সকালের নাস্তায় মাঝে মধ্যে আমার বেবি সোনা এটা পছন্দ করে মূলত তার প্রিয় কলার জন্য :D পুরোটা শেষ না করতে পারলেও, আমি অনেক খুশি এখন উনি নাস্তা খাচ্ছেন! ☺🧡 Farzana Mir -
ক্ষীর চমচম (পোড়াবাড়ীর চমচম)
পূজো পার্বনের সময় চমচম না হলে জমেই না।এইসময় দেখা যায় মিস্টির দোকান গুলোতে রমরমা অবস্থা। টাঙ্গাইলের পোড়াবাড়ীর চমচম অনেক অথেন্টিক বিখ্যাত একটি মিস্টি।পুজোর মানেই তো মিস্টির সমাহার,আর চমচম ছাড়া আনন্দ আয়োজন আসলে পরিপূর্ণ তা পায়না,তাই আজ আমি নিয়ে এলাম ক্ষীর চমচমের রেসিপি।এই পোড়াবাড়ীর চমচম টি মাওয়া দিয়ে কোট করা হয়,তাই একে ক্ষীর চমচম বলে।আমার তো খুব প্রিয় একটা মিস্টি, ভীষণ পছন্দ করি আমি। আশাকরি সবার ভালো লাগবে। Tasnuva lslam Tithi -
Designer patishapta or Rangila patishapta
পাটিসাপটা বাংলাদেশের খুবই প্রচলিত ও সুস্বাদু একটি পিঠা যা ছেলে বুড়ো সবাই পছন্দ করে! সাধারণ সাদা পাটিসাপটায় আমি নতুনত্ব আনতে চেষ্টা করেছি রঙীন গোলা ব্যবহার করে। আশা করি আপনাদের এই সুন্দর রঙীন পাটিসাপটা ভালো লাগবে!#পিঠা C Naseem A -
সাদা চমচম।
পূজো মানেই আনন্দ,পূজো মানেই বাহারি সব মিষ্টান্ন।নিয়ে এলাম পূজা উপলক্ষে আমার ভীষণ প্রিয় মিষ্টির রেসিপি। Bipasha Ismail Khan -
-
তালের প্যানকেক
#Foodiariesবাসার সবারই খুব পছন্দের প্যানকেক,তালফ্রিজ এ দেখে আর ভাল লাগে না তাই প্যানকেক বানানোর সময় অল্প করে মিশিয়ে দেই খুব মজা লাগে। Asma Akter Tuli -
-
মালাই ঘিওর
উপকরণ:সিরা:চিনি-১কাপপানি-আধা কাপলেবুর রস-আধা চা চাএলাচি-৩টা,মুখ ফাটানোগোলাপ জল-১চা চারাবড়ী বা মালাই:দুধ-১লিটারচিনি-৪টে চা বা স্বাদমত(হালকা মিষ্টি হওয়ার জন্য)গোলা বা batter:ময়দা-১কাপঘি-৪টে চাIce cube-৪/৫টাফ্রীজের ঠাণ্ডা দুধ-আধা কাপফ্রীজের ঠান্ডা পানি-প্রয়োজন মতবেসন-১টে চালেবুর রস-১চা চাভাজার জন্য পর্যাপ্ত তেল বা ঘিপরিবেশনের জন্যপ্রয়োজন ও পছন্দ মত পেস্তা বাদাম ও ড্রাই ফ্রুট কুচি C Naseem A -
খুদের ভাত
ছোটবেলায় দেশী খাবারের মানেই ছিল মার হাতের খুদের ভাত, ভর্তা, ডিম ভাজি। গ্রামের বাড়িতে শীতের সকালে অথবা বিশেষ কোন ছুটির দিনে এই আয়োজন যেন আমাদের দেশের থ্যাংকস গিভিং এর আয়োজন। Nusrat Liya -
-
মালাই রুটি, #Happy
আমার আম্মাজানের রেসিপি তে করা রুটির একটা মজার ডেজার্ট।আম্মাজান থেকে শেখা এই মালাই রুটির রেসিপি। Ummul khayer Sania Rezvi -
বাংলাদেশি (বা আমার নিজের) স্টাইলে কুনাফা 😋
সেমাই এমনি খুব ভালো লাগে আর যখন থেকে এক দাওয়াতে কুনাফা খেয়েছি তখন থেকে প্রতি ঈদ আর ইফতারে অন্তত একবার কুনাফা না খেলে হয় না। এখন এই কুনাফা আসল কুনাফার সাথে তুলনা করলে হবে না। এটা অনেক ঝটপট আর আমার নিজের স্টাইলে বানানো তাও আশা করি ভালো লাগবে। এটা চুলায় করা চাইলে বেক করতে পারেন। Farzana Mir -
নবাবী সেমাই
একটি খুবই ইউনিক এবং সুস্বাদু একটি ডেজার্ট যেটা বানাতে যেমন সহজ খেতেও আরো বেশি মজা!#Mishti Syma Huq -
সর মালাইকারি মিষ্টি।
রান্না করতে ভালোবাসি তাই মাঝে মাঝে নতুন জিনিস ট্রাই করি। সেরকমই একটা ট্রায়াল এই মিষ্টি। এটার উপকরন রসগোল্লার মতই তবে তার সাথে সরমালাই যোগ হয়ে অপূর্ব স্বাদের মিষ্টি তৈরী হয়। C Naseem A -
-
-
গাজর ও লাউ এর পায়েশ।
গাজর আর লাউ দুটোই সব্জী। কিন্তু এগুলো দিয়ে মিষ্টান্ন ও করাযায় যেমন হালুয়া, লাড্ডু, পায়েশ। আমি চেষ্টা করেছি দুটো মিলিয়ে একটা পায়েশ বা ক্ষীর বানাতে। মন্দ হয় নি খেতে! C Naseem A -
-
লাচ্ছা সেমাই আর পরোটা
সকালের নাস্তার জন্য এমন ২ টি খাবার থাকলে আমার আর কিছু লাগেনা এগুলো হলে হয়ে যায় আলহামদুলিল্লাহ, Asia Khanom Bushra -
ফলের রসে কাস্টার্ড
কুকিংদিস উয়েক এ আমি বেছে নিয়েছি কাস্টার্ড,কাস্টার্ড আমার ছেলের ভিষন পছন্দের,আর কাস্টার্ডের উপকরনগুলোতে কোন ভিন্নতা নেই শুধু ফলের ভিন্নতা,আমি এর আগেও কয়েকটা রেসিপি দিয়ে দিয়েছি,তাই একটু নতুন করে আরো একটু ইয়াম্মি করতে চেয়েছি,ইউটোভ এ ও দেখেছি,কিন্তু কাস্টার্ড তৈরির নমুনা সব একই,কিন্তু আমি একেবারের নতুনভাবে আরো মজাদার করে তৈরি করেছি আমার হাতের কাছে যে ফল ছিল সেগুলো দিয়ে করেছি। Asma Akter Tuli -
-
রসমালাই
২০১৫ সালে আমার একজন টিচার ইউ কে তে চলে যাবেন,সে জন্য ফ্রেন্ড রা মিলে ভাবলাম টিচার কে কিছু খাওয়াব, একেক জন একেক আইটেম নিল আমাকে দিল রসমালাই, যে তুই রসমালাই বানিয়ে আনবে, তখন আমি মাত্রই রসমালাই বানানো শিখেছি,পরের দিন রসমালাই বানিয়ে নিলাম যেহেতু নতুন বানানো শিখছি তাই ছানা টা বানাতে একটু প্রভলেম হইছিল, সে জন্য একটু কালো হয়ে গিয়েছিল, ত টিচার কে দেওয়ার পর উনি খেয়ে বলেছিলেন এটা কিন্ত দোকানের নয় কারন দোকানের গুলো সাদা হয় এগুলো একটু কালচে, তবে দোকানের চাইতে দারুন হয়েছে আলহামদুলিল্লাহ, তবে এটা কে বানিয়েছে সেটা বল, সব ফ্রেন্ড মিলে একসাথে বলে আমাদের স্পেশাল রাধুনি বুশরা, আল্লাহ এমন ভাবে তারা বলছিলে আমি লজ্জায় কারো দিকে তাকাতে পারছিলাম না এমন হয়েছিল অবস্থা , দ্যান টিচার ও বলেছিলেন তুমি অনেক ভালো রাধুনি হও আমি দোয়া করি, তারপর বাকি রসমালাই আমরা ফ্রেন্ড রা সবাই মিলে খাই খুব মজা করে,,, তারা বলছিল দোস্ত এত অল্প বয়সে তুই কিভাবে রান্না শিখছিস, আসলে রান্না করা আমার খুব শখ আর শখের বসে আমার রান্না করা হয়, আমি রান্না করতে খুব পছন্দ করি,,,, এখন ও অনেক ফ্রেন্ড টেক্স করে বলে দোস্ত এই এই রেসিপি লিখে দে আমি কাল রান্না করব, আমি ও দেই এই দেওয়া টা যে কত আনন্দের হয় যা বলার মত না ,,,, Asia Khanom Bushra -
More Recipes
মন্তব্যগুলি