চিকেন লেগ ফ্রাই

Asia Khanom Bushra
Asia Khanom Bushra @Bushrar_Rannaghor
Bangladesh

এই প্রথম লেগ ফ্রাই করেছি, আমার ভাই একবার রেস্টুরেন্ট এ খেতে গিয়েছিল তখন তাদের কে লেগ ফ্রাই দিয়েছিল, তারা লেগ দেখে না খেয়ে ফেলে দিয়েছে। আমি ও লেগ খেতে পছন্দ করিনা, কিন্তু এই লেগ ফ্রাই ভাই বোন আম্মু আব্বু সবাই খেয়েছেন এই মজা হয়েছিল যা ট্রাই না করলে বুঝা ঈ যাবেনা, আর যারা লেগ পছন্দ করেন না তারা এই ভাবে খেলে বুঝতেই পারবেন না যে এটা লেগ,, লেগ এ যেহেতু হাড্ডি তাই বেশি সময় নিয়ে ভাজতে হবে,

চিকেন লেগ ফ্রাই

এই প্রথম লেগ ফ্রাই করেছি, আমার ভাই একবার রেস্টুরেন্ট এ খেতে গিয়েছিল তখন তাদের কে লেগ ফ্রাই দিয়েছিল, তারা লেগ দেখে না খেয়ে ফেলে দিয়েছে। আমি ও লেগ খেতে পছন্দ করিনা, কিন্তু এই লেগ ফ্রাই ভাই বোন আম্মু আব্বু সবাই খেয়েছেন এই মজা হয়েছিল যা ট্রাই না করলে বুঝা ঈ যাবেনা, আর যারা লেগ পছন্দ করেন না তারা এই ভাবে খেলে বুঝতেই পারবেন না যে এটা লেগ,, লেগ এ যেহেতু হাড্ডি তাই বেশি সময় নিয়ে ভাজতে হবে,

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

৩৫ মিনিট
৬ জন
  1. ৬ পিস লেগ সব কিছু পরিস্কার করে অল্প লবন দিয়ে ধুয়ে নেওয়া,
  2. ১ টে পিয়াজ বাটা
  3. ৩ টে চামচ আদা রসুন বাটা
  4. অল্প হলুদ গুড়া
  5. 1/2 চা চামচমরিচ গুড়া
  6. 1/2 চা চামচভাজা জিরা গুড়া
  7. অল্প ধনিয়া গুড়া
  8. পাঁচফোড়ন মসলা অল্প
  9. ২ টে চামচ গুড়া দুধ
  10. ১ চা চামচ ভিনেগার
  11. ২ টে চামচ ডাল বাটা
  12. লবন
  13. কোটিন এর জন্য ময়দা
  14. ভাজার জন্য তেল

রান্নার নির্দেশ

৩৫ মিনিট
  1. 1

    বড় বাটিতে লেগ নিয়ে তেল ময়দা ছাড়া বাকি উপকরন লেগ এর সাথে ভালো করে মেখে নিয়ে ৩ ঘন্টা মেরিনেট করে রাখব,

  2. 2

    ৩ ঘন্টা পর আবার ও হাত দিয়ে মিশিয়ে লেগ এর সাথে মসলা গুলো চেপে চেপে লাগাব, লেগ একটু পিচ্ছিল টাইপের মসলা লেগে থাকেনা তারপর ও মসলা লাগাতে হবে, দ্যান এটাকে ময়দায় কোটিন করে নিব,

  3. 3

    এভাবে সময় নিয়ে সব করব, মসলা না লাগালে খেতে ভালো লাগবেনা,

  4. 4

    দ্যান চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে গরম করে নিব, একটু বেশি গরম করব তেল, দ্যান লেগ পিস গুলো দিয়ে দিব, এই সময় চুলার আগুন লো করে রাখব,

  5. 5

    কোটিন শক্ত না হওয়া পর্যন্ত উল্টা তে যাবোনা, শক্ত হলে উল্টি য়ে অপর পাশ ও ভেজে নিব, কম আচে সময় নিয়ে,

  6. 6

    দ্যান চুলা থেকে নামিয়ে পরিবেশন করব।

Edit recipe
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রান্না করেছেন? আপনার রান্নার একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Asia Khanom Bushra
Asia Khanom Bushra @Bushrar_Rannaghor
Bangladesh

মন্তব্যগুলি (2)

Nur Islam
Nur Islam @cook_113745085
যেগুলো অল্প দিবেন লিখেছেন ।
অল্প বলতে কি বুঝায়..?

Similar Recipes