ডাবের পুডিং

Priyanka Barua Chakraborty
Priyanka Barua Chakraborty @cook_16487183

#রাধুনিরপাচঁকাহন
#প্রেজেন্টেশন
যখন গ্রীষ্মের দাবদাহে গলা শুকিয়ে যায় তখন এই পুডিং যেন প্রান জুড়িয়ে দেয়।
এই সপ্তাহে আমি একটা ডেজার্ট আইটেম পরিবেশন করছি ।

ডাবের পুডিং

#রাধুনিরপাচঁকাহন
#প্রেজেন্টেশন
যখন গ্রীষ্মের দাবদাহে গলা শুকিয়ে যায় তখন এই পুডিং যেন প্রান জুড়িয়ে দেয়।
এই সপ্তাহে আমি একটা ডেজার্ট আইটেম পরিবেশন করছি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪ঘ:৩০মিনিট
২ জনের জন্য
  1. ২কাপডাবের জল
  2. ৩ টেবিল চামচচিনি
  3. ৫গ্রামআগার আগার পাওডার
  4. ১ পিঞ্চসবুজ ফুড কালার -
  5. গার্নিশিং এর জন্য :
  6. ১টাডাব
  7. পরিমান মতোকোকো পাওডার
  8. প্রয়োজন অনুযায়ীকলা পাতা

রান্নার নির্দেশ সমূহ

৪ঘ:৩০মিনিট
  1. 1

    প্রথমে ডাবের মুখ টা কেটে জল বের করতে হবে ।

  2. 2

    তারপর ডাবের মালাই বের করে রাখতে হবে।

  3. 3

    একটা পাত্রে ডাবের জল, চিনি আর আগার আগার পাওডার ভালো করে মিশিয়ে দিতে হবে ।

  4. 4

    অন্য একটা পাত্রে ডাবের মালাই পিস পিস করে কেটে রেখে দিতে হবে ।

  5. 5

    এবার গ্যাস এ কড়াই বসিয়ে ডাবের জল ভালো করে বেশি আঁচে ফোটাতে হবে ।

  6. 6

    ঘন হলে সবুজ ফুড কালার দিতে হবে ।

  7. 7

    তারপর নামিয়ে নিয়ে মালাই এর বাটিতে ঢেলে দিতে হবে ।

  8. 8

    ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিতে হবে ৩-৪ ঘন্টা।

  9. 9

    ৪ ঘন্টা পরে বের করে পিস পিস করে কেটে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন ।

  10. 10

    যখন গ্রীষ্মের দাবদাহে গলা শুকিয়ে যায় তখন এই পুডিং যেন প্রান জুড়িয়ে দেয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Priyanka Barua Chakraborty

মন্তব্যগুলি

Similar Recipes