মাশরুম পটেটো অনিয়ন অমলেট উইথ টসড ভেজ

Anindya Roy Chowdhury
Anindya Roy Chowdhury @anindyarc
Kolkata

#টুইস্টঅফটেস্ট
#প্রেজেন্টেশন এটি একটা পূর্ণ রেসিপি, ব্রেক ফাস্ট বা টিফিন এর জন্য বেবহার করা যেতে পারে। হাঁসের ডিম মাশরুম, আলু শিমলা মরিচ ইত্যাদি পুষ্টিকর উপাদান দিয়া অল্প মাখনের মধ্যে তৈরি। সঙ্গে সিদ্ধ সব্জি অল্প রোস্ট করে দেওয়া হয়েছে । মধু সহযোগ এ মাশরুম ও পরিবেশন করা হয়েছে ভিন্ন এক নতুন স্বাদের জন্য।

মাশরুম পটেটো অনিয়ন অমলেট উইথ টসড ভেজ

#টুইস্টঅফটেস্ট
#প্রেজেন্টেশন এটি একটা পূর্ণ রেসিপি, ব্রেক ফাস্ট বা টিফিন এর জন্য বেবহার করা যেতে পারে। হাঁসের ডিম মাশরুম, আলু শিমলা মরিচ ইত্যাদি পুষ্টিকর উপাদান দিয়া অল্প মাখনের মধ্যে তৈরি। সঙ্গে সিদ্ধ সব্জি অল্প রোস্ট করে দেওয়া হয়েছে । মধু সহযোগ এ মাশরুম ও পরিবেশন করা হয়েছে ভিন্ন এক নতুন স্বাদের জন্য।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. অমলেট এর উপকরণ
  2. ৩-৪ টি হাঁসের ডিম
  3. ১টি বড় মাপের পেঁয়াজ
  4. ২ টি বড় মাপের আলু
  5. পরিমাণ মতো মাশরুম চপ করে ভেজে নেওয়া
  6. 1টা আলু চৌকো করে কেটে ভেজে নেওয়া
  7. পরিমাণ মত মাখন
  8. প্রয়োজন অনুযায়ী বিভিন্ন রং এর শিমলা মরিচ ছোট করে ও চারকোনা করে কাটা
  9. পরিমাণ মতো পেঁয়াজ পাতা চপ করা
  10. পরিমাণ মতো ধনে পাতা চপ করা
  11. স্বাদমতো নুন
  12. ডিপ তৈরির উপকরণ
  13. প্রয়োজন অনুযায়ী নিরামিষ মেয়নিজ
  14. প্রয়োজন অনুযায়ী পুদিনা পাতা
  15. প্রয়োজন অনুযায়ী ধনে পাতা
  16. স্বাদমত চিনি ও নুন
  17. রোস্টড ভেজিটেবল এর উপকরণ
  18. ৩টি বেবী কর্ন
  19. ৩ টি মাশরুম
  20. ১ টি টমেটো
  21. ১ টি গাজর
  22. গার্নিশ করার উপকরণ
  23. প্রয়োজন অনুযায়ী পেঁয়াজ পাতা চপ করা,
  24. 1টেবিল চামচ ধনে পাতা চপ করা
  25. স্বাদ মত গোলমরিচ গুঁড়ো
  26. পরিমাণ অনুযায়ী বিভিন্ন রঙের শিমলা মরিচ সরু সরু করে কাটা
  27. ২চা চামচ মধু
  28. ২ টেবিল চামচ ধনে পাতা ফাইন করে চপ করা
  29. ১ চা চামচ চিলি ফ্লেক্স

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    অমলেট: অল্প মাখন এ ডুমো ডুমো করে কাটা আলু ও মাশরুম ভেজে নিতে হবে। অন্য একটা পাত্রে ডিম তিনটে ভালো করে ফেটিয়ে নিতে হবে পরিমাণ মত নুন ও ধনে পাতা দিয়ে ফেটানো হয়ে গেলে টাতে ভাজা আলু ও মাশরুম গুলো মিশিয়া দেব ও চার কোনা করে কাটা বিভিন্ন রঙের শিমলা মরিচ, ধনে পাতা, পেঁয়াজ পাতা মিশিয়ে আবার ফেটালাম।

  2. 2

    অন্য একটা নিন স্টিক পাত্রে মাখন গলিয়ে গরম হওয়ার পর তাতে ডিমের মিশ্রণ ত ঢেলে দিলাম ও অল্প আঁচে রান্না হতে দিলাম ও চাপা দিলাম। খানিক পরে অমলেট টা উল্টিযে দিতে হবে। একটু আঁচ বাড়িয়ে নিতে হবে। খানিক পরে নামিয়ে নিয়ে একটু ঠাণ্ডা করে তিন কোনা করে চার টুকরো কেটে নিলাম।

  3. 3

    অন্য দিকে ব্লাঞ্চ করা সব্জি গুলো কে টস করে নিলাম অল্প মাখন এ। ও লম্বা করে টিস্যু পেপার এ ঢেকে তেল শুষে নিতে দিলাম। অল্প পুদিনাপাতা ও সামান্য নুন চিনি দিয়া মিক্সিতে একটা পেষ্ট তৈরি করলাম। একটা পাত্রে সেটা ঢেলে তার ওপর ময়নিস দিয়া দিলাম ও বসতে দিলাম। মিশ্রণ টা একটা ছোট কাঁচের পাত্রে ঢেলে রাখলাম। অমলেট এর টুকরো গুলি একটি কালো চীনা মাটির প্লেটে সাজালাম। একদিকে মধু দিলাম। টার ওপর ব্লাঞ্চ করা মাশরুম রাখলাম। ও অন্যান্য রোস্টড ভেজিটেবল গুলি সাজালাম।

  4. 4

    আগের থেকে লম্বা লম্বা করে কাটা নুন মাখানো আলু গুলি ভেজে নিলাম। অমলেট এর উপর চিলি ফ্লেক্স, ধনে পাতা, পেঁয়াজ পাতা, গোল মরিচ, ফাইন কাট ভেজিটেবল এবং ডিপ টির মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে পরিবেশন করলেই হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Anindya Roy Chowdhury
Kolkata
An Educationist! E-commerce and cooking is my passion. Having my own college.
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes