আনারি পনির (anari paneer recipe in Bengali)

PUJA PANJA
PUJA PANJA @cookpuja12

#পনির / মাশরুম রেসিপি
আনারি পনির রেসিপি টি আমার এক নতুন রেসিপি যেটা তে বেদনার রস ব্যবহার করে পনির টাকে আমি এক নতুন রূপ দিয়েছি। এটা খুব স্বাস্থ্যকর রেসিপি ।

আনারি পনির (anari paneer recipe in Bengali)

#পনির / মাশরুম রেসিপি
আনারি পনির রেসিপি টি আমার এক নতুন রেসিপি যেটা তে বেদনার রস ব্যবহার করে পনির টাকে আমি এক নতুন রূপ দিয়েছি। এটা খুব স্বাস্থ্যকর রেসিপি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

50 মিনিট
3 সারভিংস
  1. 250 গ্রামপনির
  2. 2টি আনার বা বেদানা (মাঝারি আকারের)
  3. 1/2 কাপকাজুবাদাম
  4. স্বাদ মতোনুন
  5. 1টেবিল চামচ চিনি
  6. 2টি কাঁচা লঙ্কা
  7. 2টি টমেটো
  8. 2টি শুকনো লঙ্কা
  9. 1/2চা চামচ হলুদ গুঁড়ো
  10. 1টেবিল চামচ ধনে গুঁড়ো
  11. 1/2টেবিল চামচ জিরা গুঁড়ো
  12. 1টেবিল চামচ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো
  13. 1 কাপদুধ
  14. 1বাটি ঈষৎ উষ্ণ গরম জল
  15. 1/4বাটি তেল

রান্নার নির্দেশ সমূহ

50 মিনিট
  1. 1

    পনির টাকে ছোটো ছোটো করে কেটে নিন।

  2. 2

    টমেটো গুলো কুচিয়ে নিন ।

  3. 3

    ঈষৎ উষ্ণ গরম জলে 1 বাটি কাজুবাদাম 10 মিনিট ধরে ভিজিয়ে রাখুন ।

  4. 4

    অন্য একটি বাটিতে জল নিয়ে তাতে 2 টি শুকনো লঙ্কা ভিজিয়ে রাখুন ।

  5. 5

    বেদনা থেকে বেদানার দানাগুলি বের করে নিন ।

  6. 6

    এবার মিক্সারে বেদানার দানাগুলি নিয়ে বেদানার রস বের করে নিন ।

  7. 7

    এখন ভিজিয়ে রাখা 2 টি শুকনো লঙ্কা, 2 টি কাঁচা লঙ্কা, কুচিয়ে রাখা 2 টি টমেটো মিক্সারে নিয়ে পেস্ট করে নিন।

  8. 8

    1 টেবিল চামচ ধনে গুড়ো, 1/2 টেবিল চামচ জিরা গুড়ো এবং 1 টেবিল চামচ কাশ্মীরি শুকনো লঙ্কার গুড়ো নিয়ে আবারও ভালো করে পিষে লাল রঙের একটা পেস্ট বানিয়ে নিন ।

  9. 9

    এখন কাজুবাদাম গুলো গরম জল থেকে তুলে নিন। এবার 1 কাপ দুধ এবং কাজুবাদাম গুলো মিক্সারে নিয়ে কাজুবাদামের পেস্ট বানিয়ে নিন ।

  10. 10

    প্যানে 1/4 বাটি তেল গরম করে নিন ।

  11. 11

    তেল গরম হলে তাতে কেটে রাখা পনিরের টুকরো গুলো দিয়ে একটু ভেজে নিন এবং পাশে তুলে রাখুন ।

  12. 12

    এবার ওই তেলেই প্রথমে লাল রঙের বানিয়ে রাখা পেস্ট টা দিন এবং 10 মিনিট ধরে কষিয়ে নিন ।

  13. 13

    যখন মসলা থেকে তেল ছেড়ে আসবে তখন কাজুবাদামের পেস্ট টা দিয়ে আবারও 10 মিনিট ধরে কষিয়ে নিন ।

  14. 14

    খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন যাতে মসলা টা পুড়ে না যায় ।

  15. 15

    যখন মসলাটা গাঢ় হয়ে আসবে তখন বানিয়ে রাখা বেদানার রস টা দিয়ে দিন।

  16. 16

    এবার এতে স্বাদমতো নুন এবং চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিন ।

  17. 17

    এবার এতে ভেজে রাখা পনিরের টুকরো গুলো দিয়ে দিন।

  18. 18

    কম আঁচে 10 মিনিট ধরে কষিয়ে নিন ।

  19. 19

    এবার গ্যাস বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিন ।

  20. 20

    বেদনার দানা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন গরম গরম আনারি পনির ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
PUJA PANJA
PUJA PANJA @cookpuja12

মন্তব্যগুলি

Similar Recipes