রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 টা সেদ্ধ আলু
  2. 1/2 কাপপেঁয়াজ কুচি
  3. 1 টা টমেটো কুচি
  4. 3 টেবিল চামচ কড়াইশুঁটি
  5. 1 টা ক্যাপসিকাম কুচি
  6. 1 টা লঙ্কা কুচি
  7. 1 টেবিল চামচ পাও ভাজি মশলা
  8. 1 চা-চামচ লঙ্কার গুঁড়ো
  9. 1 চা-চামচ জিরা গুঁড়ো
  10. 1 চা-চামচ ধনে গুঁড়ো
  11. স্বাদমতো নুন
  12. পরিমান মত তেল ও বাটার
  13. 1 চা চামচ রসুন কুচি
  14. 1 চা চামচ আদা বাটা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    কড়াইতে তেল দিয়ে প্রথমে পেঁয়াজ কুচি ও রসুন কুচি কে ভাল করে ভেজে নিতে হবে।

  2. 2

    এইবার একে একে এসব সবজি গুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে।

  3. 3

    তারপরে সব গুঁড়া মসলা দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে।

  4. 4

    মসলা টা ভালো করে কষানো হয়ে গেলে তারপর সেদ্ধ করা আলুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ।

  5. 5

    তারপর পরিমাণমতো জল ও নুন দিয়ে ভালো করে মিশিয়ে তিন থেকে চার মিনিটের জন্য একটু হতে দিতে হবে।

  6. 6

    তারপর উপর থেকে ধনেপাতা কুচি ও বাটার ছড়িয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে।

  7. 7

    এইবার পাও গুলো বাটারে ভাল করে ভেজে নিতে হবে।

  8. 8

    এবার একটা প্লেটে পাও ও ভাজিটা দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Pubali Chakraborty
Pubali Chakraborty @cook_15704170

মন্তব্যগুলি

Similar Recipes