রয়্যাল রিচ ফ্রুট কেক (ক্রিসমাস স্পেশ্যাল কেক) (royal rich fruit cake reipe in Bengali)

Jayati Banerjee
Jayati Banerjee @cook_16195885

#ক্রিসমাস রেসিপি
এই কেকটি ক্রিসমাস মুডকে জমিয়ে তুলতে একদম আদর্শ l যদি এই রেসিপিটি পুরোপুরি ফলো করে বানানো যায় তাহলে আমি জোর গলায় বলতে পারি কলকাতার নামি দামি বেকারির ফ্রুট কেক কে টেক্কা দেবে এই কেক l

রয়্যাল রিচ ফ্রুট কেক (ক্রিসমাস স্পেশ্যাল কেক) (royal rich fruit cake reipe in Bengali)

#ক্রিসমাস রেসিপি
এই কেকটি ক্রিসমাস মুডকে জমিয়ে তুলতে একদম আদর্শ l যদি এই রেসিপিটি পুরোপুরি ফলো করে বানানো যায় তাহলে আমি জোর গলায় বলতে পারি কলকাতার নামি দামি বেকারির ফ্রুট কেক কে টেক্কা দেবে এই কেক l

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

18-20 জনের জন্য
  1. ফ্রুট সোকিংয়ের জন্য
  2. 100 গ্রামকিসমিস
  3. 150 গ্রাম অ্রাযাবিয়ান খেজুর
  4. 100 গ্রামএপ্রিকট
  5. 100 গ্রামটুটি ফ্রুটি
  6. 100 গ্রামজিঞ্জার ক্যান্ডি
  7. 100 গ্রামঅরেঞ্জ পিল ক্যান্ডি
  8. 100 গ্রামমোরব্বা
  9. 150 গ্রামক্যান্ডিড চেরি
  10. 50 গ্রামক্র্যানবেরি
  11. 100 গ্রামড্ৰায়েড প্রুন / প্লাম
  12. 100 গ্রামস্ট্রবেরি (ছোট টুকরো করা)
  13. 100 গ্রামকালো আঙ্গুর (ছোট টুকরো করা)
  14. 180 মিলিরাম
  15. প্রয়োজন অনুযায়ীড্ৰাই ফ্রুটস
  16. 75 গ্রামআমন্ড
  17. 40 গ্রামকাজু কুচি
  18. 40 গ্রামপেস্তা কুচি
  19. 40 গ্রামফিগ কুচি
  20. 40 গ্রামওয়ালনাট কুচি
  21. কেকের জন্য
  22. 275 গ্রামময়দা
  23. 275 গ্রামমাখন
  24. 275 গ্রামব্রাউন সুগার
  25. 1চা চামচবেকিং পাউডার
  26. 5 টিডিম
  27. 1টিঅরেঞ্জ জেস্ট এক কমলা লেবুর
  28. 1টিলেমন জেস্ট লেবুর
  29. 8 টিলবঙ্গ
  30. 4 cmদারচিনি স্টিক (আমি এখানে 1/4 tsp দারচিনি পাউডার ব্যবহার করেছি)
  31. 1/ 4 চা চামচজায়ফল গুঁড়ো
  32. 15 টিকাবাবচিনি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে একটা 8"বা 10" র কেক মোল্ড এ ভালো করে নিচে ও পাশে তেল মাখিয়ে ময়দা ডাস্ট করবো l তারপর বেকিং পেপার গোল করে কেটে নীচে পাতবো আর ভেতরে চারপাশে ডাবল করে বেকিং পেপারের লাইনিং দিয়ে দেব l বাইরের চারপাশ ও নীচটা এলুমিনিয়াম ফয়েলে মুড়ে একটা পাটের দড়ি দিয়ে বেঁধে দেবো l

  2. 2

    লবঙ্গ দারচিনি জায়ফল কাবাবচিনি সব একসাথে ব্লেন্ডারে গুঁড়ো করে রাখবো

  3. 3

    আমন্ডগুলোও ব্লেন্ডারে গুঁড়ো করে রাখবো

  4. 4

    ওভেন 150° C এ প্রিহিট করা শুরু করবো

  5. 5

    একটা বড়ো পাত্রে সমস্ত ভেজানো ফ্রুটস ও নাটস গুলো নিয়ে ভালো করে ময়দা মাখিয়ে রাখবো

  6. 6

    একটা বড়ো বাটিতে মাখন নিয়ে হ্যান্ড হুইস্ক বা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বিট করে ক্রিমি করবো

  7. 7

    এতে তিনবারে ব্রাউন সুগার দেবো ও বিট করবো

  8. 8

    এতে একটা করে ডিম দেব ও বিট করবো

  9. 9

    এই মিশ্রনে আমন্ড গুঁড়ো + মশলার মিশ্রণ + অরেঞ্জ ও লেমন জেস্ট দেবো ও বিট করবো

  10. 10

    এতে ময়দা ও বেকিং পাউডারের মিশ্রণ চালুনিতে চেলে অল্প করে দেবো ও হালকা হাতে স্প্যাচুলাতে মিক্স করবো l এভাবে মোট তিনবারে ময়দাটা দেব l

  11. 11

    এই মিশ্রণে ফ্রুটস আর ড্ৰাই ফ্রুটস গুলো মেশাবো

  12. 12

    ব্যাটার কেক মোল্ডে সাবধানে ঢালবো

  13. 13

    ওভেনে দিয়ে মোট সাড়ে তিন ঘন্টা বেক করতে হবে

  14. 14

    আলাদা করে কিছু ফ্রুটস ও ড্ৰাই ফ্রুটস কুচিয়ে ময়দা মাখিয়ে রাখবো

  15. 15

    আধ ঘন্টা পর ওভেন থেকে মোল্ড বের করে ওপরে ফ্রুটস আর ড্ৰাই ফ্রুটসের মিশ্রণ টা ছড়িয়ে একপিস্ এলুমিনিয়াম ফয়েল দিয়ে ওপরটা ঢেকে আবার বেক করতে ওভেনে ঢোকাবো

  16. 16

    2 ঘন্টা পরে একবার চেক করবো l এইভাবে 30/35 মিন পরপর চেক করবো টুথপিক ঢুকিয়ে বেক হলো কিনা l আমার সাড়ে তিনঘন্টা লেগেছে বেকড হতে l টুথপিক কেকে ঢুকিয়ে বের করলে যদি পরিষ্কার থাকে তাহলে বেক হয়ে গেছে l ফাইনাল কেকটির ওজন হয়েছিল 2 কেজি 300 গ্রাম l

  17. 17

    সবশেষে একটু মাখন গলিয়ে কেকের ওপরে ও চারপাশে ব্রাশ করে দেবো l

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jayati Banerjee
Jayati Banerjee @cook_16195885

মন্তব্যগুলি

Similar Recipes