হামস (Hummus recipe in Bengali)

BR
BR @bondovrfood007
Kolkata:India

#চটজলদিরান্না রেসিপি

হামস (Hummus recipe in Bengali)

#চটজলদিরান্না রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

10মিনিট
5জন
  1. 1 কাপসিদ্ধ করা কাবুলি চানা
  2. 1/2 কাপসাদা তিল
  3. 1/2 কাপচানা সিদ্ধ করা জল
  4. 1"আদার টুকরো
  5. 7-8কোয়া রসুন
  6. 2টি কাঁচা লঙ্কা
  7. 1/4 কাপ+1 টেবিল চামচ অলিভ ওয়েল
  8. 1/4 কাপলেবুর রস
  9. 1চা চামচ গোটা জিরে
  10. স্বাদ অনুযায়ী নুন
  11. সাজানোর উপকরণ:-
  12. 1/2চা চামচ প্যাপ্রিকা গুঁড়ো, লেবুর ফালি, টমেটো টুকরো
  13. প্রয়োজন অনুযায়ীপার্সলে কুচি, কিছু বিস্কিট

রান্নার নির্দেশ সমূহ

10মিনিট
  1. 1

    সিদ্ধ করা কাবুলি চানার খোসা ছাড়িয়ে নিতে হবে। এতে হামসের টেক্সচার খুব মোলায়েম হয়। সাদা তিল শুকনো কড়াইতে ভেজে নিতে হবে। খুব ভালো হয় যদি চানা, চানা সিদ্ধ করা জল ও সাদা তিল ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নেওয়া হয়।

  2. 2

    আমি দুই ধরনের হামস্ বানাই। একটি প্লেন এবং অন্যটি ধনেপাতার স্বাদে। ব্লেন্ডারে ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা, 2কোয়া রসুন, পরিমাণ মতো লেবুর রস ও স্বাদমতো নুন মিশিয়ে মিহি করে পিষে নিতে হবে। তারপর ওতে 1চা চামচ অলিভ ওয়েল মিশিয়ে নিতে হবে।

  3. 3

    এই পর্যায়ে আবার ব্লেন্ডারে অর্ধেকটা সিদ্ধ করা কাবুলি চানা, অর্ধেক শুকনো ভাজা সাদা তিল, 2টি রসুনের কোয়া, ধনে পাতা বাটা, ½চা চামচ গোটা সাদা জিরে, প্রয়োজন মতো নুন ও ঠান্ডা চানা সিদ্ধ জল(না থাকলে 3/4টি বরফ মেশানো ঠান্ডা জল) দিয়ে মিহি করে পিষে নিতে হবে। পেষা হলে গেলে মিশ্রণটি একটি পাত্রে ঢেলে তাতে 1টেবিল চামচ অলিভ অয়েল ও 1টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ধনিয়া হামস্। উপরে প্যপ্রিকা গুঁড়ো ও পার্সলে কুচি ছড়িয়ে উপভোগ করুন এই মধ্য প্রাচ্যের পদটি।

  4. 4

    বাকি থাকা অর্ধেক সিদ্ধ চানা, সাদা তিল, রসুন কোয়া, সাদা জিরে, স্বাদমতো নুন, বাকি লেবুর রস এবং অলিভ অয়েল ও ঠান্ডা জল/সিদ্ধ চানার জল দিয়ে ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। শেষে মিশ্রণটি একটি পাত্রে ঢেলে উপর থেকে 1টেবিল চামচ অলিভ অয়েল, প্যাপ্রীকা গুঁড়ো ও পার্সলে কুচি ছড়িয়ে ডিপ হিসেবে অথবা ব্রেডে মাখিয়ে ব্রেকফাস্ট সারুন এই হাল্কা অথচ পুষ্টিকর প্রোটিন মিক্স দিয়ে। আমি পানীর-কর্ন স্যান্ডউইচ বানাবার সময় 4টেবিল চামচ ধনিয়া হামস পুরের সঙ্গে যোগ করি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
BR
BR @bondovrfood007
Kolkata:India
still learning & trying to create #RECIPES with soulfollow me on:www.instagram.com/br_lovonio
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes