প্যান ফ্রয়েড চিকেন মোমো(pan fried chicken momo recipe in Bengali)

Soma Tina Bhattacharjee
Soma Tina Bhattacharjee @cook_16267761

#lockdown recipe

প্যান ফ্রয়েড চিকেন মোমো(pan fried chicken momo recipe in Bengali)

#lockdown recipe

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪ জন
  1. ২ কাপ ময়দা
  2. ২ টেবিল চামচসাদা তেল
  3. ১/২ চা চামচনুন
  4. ৩০০ গ্রাম চিকেন কিমা
  5. ১ টিপিয়াজ কুচি
  6. ১/২ ক্যাপসিকাম কুচি কুচি
  7. ১০ কোয়া রসুন কুচি
  8. ১ চা চামচআদা কুচি
  9. ২ কাপ সাদা তেল
  10. 4 চা চামচটমেটো সস
  11. ২ চা চামচসোয়া সস
  12. ১ চা চামচ চিলি সস
  13. ১ চা চামচসেজ ওয়ান সস
  14. স্বাদ অনুযায়ীনুন
  15. স্বাদ অনুযায়ীচিনি
  16. ২চা চামচপিয়াজ কুচি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    ময়দা তেল ও নুন দিয়া জল দিয়ে ভালো করে নরম করে মেখে ১ ঘন্টা রেখে দিন।

  2. 2

    চিকেন কিমা মিক্সি তে পেষ্ট করে নিন।

  3. 3

    চিকেন পেস্ট র মধ্যে পিয়াজ কুচি অল্প সোয়া সস নুন অল্প রসুন কুচি দিয়ে ভালো করে মাখুন ।

  4. 4

    ময়দা ছোটো লেচি কেটে গোল গোল লুচি র মতো বেলে নিন ।

  5. 5

    তার মধ্যে চিকেন র পেস্ট দিয়া জল দিয়ে মুখ বন্ধ করুন মোমো র আকারে ।

  6. 6

    মোমো স্টিমার বসান । না থাকলে আমি হাড়ি তে জল ফুট তে দিয়া তার ওপর ঝাঁজরি বসিয়া করেছি ।

  7. 7

    মোমো ঝাঁজরি র ওপর তেল মাখিয়ে বসিয়া ঢাকা দিয়া দিন । মাঝে মাঝে দেখবেন হয়েছে কিনা ।

  8. 8

    হয়ে গেলে ঠান্ডা করুন।

  9. 9

    কড়াই তে সাদা তেল দিয়ে মোমো গুলো লাল করে ভাজুন ।

  10. 10

    অন্য কড়া তে অল্প সাদা তেল দিয়ে আদা রসুন দিন । লাল হলে পিয়াজ ক্যাপসিকাম দিন । কিছুটা ভেজে নুন চিনি ও সব রকম সস মেশান।

  11. 11

    হাই ফ্লেম এ ভালো করে টস করুন ।

  12. 12

    মোমো দিয়া নাড়া চারা করে নামান ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Soma Tina Bhattacharjee
Soma Tina Bhattacharjee @cook_16267761

Similar Recipes