সুজির গোলাপ জামুন (sujir golap jamun recipe in Bengali)

Shreyoshi Chatterjee
Shreyoshi Chatterjee @cook_22274443

#মা স্পেশাল রেসিপি

সুজির গোলাপ জামুন (sujir golap jamun recipe in Bengali)

#মা স্পেশাল রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
  1. ১ কাপ মিহি করে গুড়ানো সুজি
  2. ২ কাপ দুধ
  3. ২ কাপ চিনি
  4. ৪টি ছোট এলাচ গুঁড়ো
  5. ২ টেবিল চামচ ঘি
  6. প্রয়োজন অনুযায়ীভাজার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    দুধে এক চামচ ঘি দিয়ে দুধ টাকে ফুটাতে দিন। ফুটতে শুরু করলে অল্প অল্প করে সুজি দিয়ে নাড়তে থাকুন। কম আচে নাড়বেন। নাড়তে নাড়তে একটি মসৃণ মন্ড তৈরি করুন। এবার সেটিকে অল্প ঠান্ডা করুন।

  2. 2

    মণ্ডটি অল্প গরম থাকাকালীন হাতে ঘিয়ের প্রলেপ দিয়ে ভালো করে 5 মিনিট ধরে ‌মাখতে হবে। তারপর সেটাকে গোল গোল করে ছোট ছোট বলের মত আকৃতি দিন।

  3. 3

    একটি কড়াই ডুবন্ত গরম সাদা তেলে আচ কমিয়ে উল্টেপাল্টে লাল লাল করে ভেজে নিন। এরপর একটা পাত্রে তুলে রাখুন।

  4. 4

    অপর একটি পাত্রে মাঝারি আঁচে দুকাপ চিনি ও দু কাপ জল দিয়ে ফুটিয়ে তার সাথে এলাচ গুঁড়ো মিশিয়ে একটা সিরা তৈরি করুন। একটু গাঢ় হয়ে এলে নামিয়ে রাখুন।

  5. 5

    ভাজা মিষ্টি গুলো সিরার মধ্যে দিয়ে 5 মিনিট ফুটিয়ে কমপক্ষে ১ঘন্টার জন্য চাপা দিয়ে রাখুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shreyoshi Chatterjee
Shreyoshi Chatterjee @cook_22274443

Similar Recipes