রসগোল্লা(rasagolla recipe in Bengali)

Sheela Biswas
Sheela Biswas @sheela_02

#প্রিয়জন স্পেশাল রেসিপি
আমার মেয়ে ও কর্তার খুব পছন্দের

রসগোল্লা(rasagolla recipe in Bengali)

#প্রিয়জন স্পেশাল রেসিপি
আমার মেয়ে ও কর্তার খুব পছন্দের

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৮০০-৯০০ এম এল দুধ
  2. ২ চা চামচ ময়দা
  3. সিরার জন্য
  4. ১ কাপ চিনি
  5. ৪-৫ কাপ জল
  6. ২ টা এলাচ

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথম দুধ গরম করে ফাটিয়ে ছানা বানিয়ে নিতে হবে ।আর উপর থেকে ঠাণ্ডা জল দিয়ে কাপড়ে রেখে জল ঝরিয়ে নিতে হবে ।

  2. 2

    তারপর জল ঝরে গেলে একটা প্লেটে ছানা রেখে ভাল করে হাতের তালু দিয়ে ডলে নিতে হবে ।

  3. 3

    তারপর ওর মধ্যে ময়দা দিয়ে আবার ভালো করে হাতের তালু দিয়ে ডলে নিতে । ডোলতে ডোলতে প্লেট আর হাত থেকে ছাড়তে শুরু করবে ।(আমি ২০ মিনিট নিয়ে ডলেছি)

  4. 4

    তারপর ছানার ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে আর হাতের সাহায্যে গোল বানিয়ে নিতে হবে ।

  5. 5

    অন্য দিকে গ্যাসে চিনি ও জল দিয়ে সিরা বসিয়ে দিতে হবে ফুটে উঠলে রসগোল্লা গুলো দিয়ে ১০ মিনিট ঢেকে রান্না করতে হবে ।

  6. 6

    এবার একটা সর্ভিং বাউলে সাজিয়ে পরিবেশন করুন । একদম নরম তুলতুলে রসগোল্লা রেডি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sheela Biswas
Sheela Biswas @sheela_02
কুকপ্যাড আমাদের হোম সেফদের জন্য এতো বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে তার জন্য কুকপ্যাড কে জানাই অসংখ্য ধন্যবাদ 🙏🙏
আরও পড়ুন

Similar Recipes