দই মাছ (doi maach recipe in Bengali)

Lina Mandal
Lina Mandal @cook_16454668

#প্রিয়জন রেসিপি
ছেলে মেয়ে কর্তার খুব পছন্দের এটা।
আমরা দুজন আপাতত।

দই মাছ (doi maach recipe in Bengali)

#প্রিয়জন রেসিপি
ছেলে মেয়ে কর্তার খুব পছন্দের এটা।
আমরা দুজন আপাতত।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15 মিনিট।
2জন
  1. 4 টুকরোবড় কাতলা কাটা মাছ
  2. 1 কাপসর্ষের তেল
  3. 1টিমাঝারি পেঁয়াজ
  4. 1/2টমেটো
  5. 1/2 চা চামচজিরে গুঁড়ো
  6. 1/3 চা চামচআদা
  7. 1 চা চামচলেবুর রস
  8. 1/2 কাপটক দই
  9. 1/5 চা চামচলঙ্কা গুঁড়ো
  10. 2টিকাঁচা লঙ্কা চেরা
  11. 1/4 চা চামচকসৌড়ি মেথি পাতা
  12. ফোরনের জন্য
  13. 2টিএলাচ
  14. 1 টুকরোদারচিনি
  15. প্রয়োজন অনুযায়ীতেল
  16. স্বাদ অনুযায়ীনুন

রান্নার নির্দেশ সমূহ

15 মিনিট।
  1. 1

    মাছ ধুয়ে নুন,হলুদ একটু কাঁচা তেল আর লেবুর রস মেখে রাখলাম। কিছুক্ষন।

  2. 2

    উপকরন রেডি করে পেঁয়াজ আর টমেটো মিক্সিতে পিষে নিলাম।

  3. 3

    কড়াইয়ে তেল গরম করে মাছ খুব হালকা ভেজে নিলাম।

  4. 4

    কড়াইয়ে ওই তেলেই গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো পেস্ট দিয়ে আদা বাটা দিলাম অল্প একটু কষে জিরে গুড়ো হলুদগুড়ো, লঙ্কাগুঁড়ো,নুন,মিষ্টি আর দই এর পেস্ট করে দিয়ে নাড়তে থাকলাম। এরপর তেল ছেড়ে এলে অল্প একটু জল দিয়ে ফুটলে মাছ দিয়ে ঢেকে দিলাম। লঙ্কা চেরা দিলাম।মিনিট 2 পর গা মাখা মাখা হলে একটু কসুরী মেথি দিয়ে নুন,মিষ্টি দেখে পাত্রে ঢেলে রাখলাম। ইচ্ছে হলে একটু গাওয়া ঘি দেয়া যায়। গরম ভাতের সঙ্গে উপাদেয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Lina Mandal
Lina Mandal @cook_16454668

Similar Recipes