পনির ওমুরাইস(paneer omu rice recipe in Bengali)

Sheela Biswas
Sheela Biswas @sheela_02

#পরিবারের প্রিয় রেসিপি

পনির ওমুরাইস(paneer omu rice recipe in Bengali)

#পরিবারের প্রিয় রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৫০ গ্রাম পনির
  2. ২০০ গ্রাম চালের ভাত
  3. ১ চা চামচ সোয়া সস
  4. ১/২ চা চামচ আদা বাটা
  5. ১/২ চা চামচ রসুন বাটা
  6. ১ টা ছোট পেঁয়াজ কুচি
  7. ১ চা চামচ রেড চিলি সস
  8. ১ চা চামচ টমেটো সস
  9. ১/২ চা চামচ গ্রীন চিলি সস
  10. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  11. ১/২ চা চামচ লংকা গুঁড়ো
  12. ২ চা চামচ ঘি
  13. ১/২ কাপ পেঁয়াজ বেরেস্তা
  14. ২ টেবিল চামচ ধনেপাতা ও পুদিনা পাতা কুচি
  15. ১ চা চামচ চিকেন মশলা
  16. স্বাদ অনুযায়ীনুন
  17. পরিমান মততেল
  18. অমলেট বানানোর জন্য
  19. ২ টো ডিম
  20. ১/৪ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  21. স্বাদ অনুযায়ীনুন

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথম কড়াইতে তেল ও ঘি দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে ।

  2. 2

    তারপর ওর মধ্যে কাঁচা লংকা কুচি ও সব সস গুলো দিয়ে দিতে হবে ।

  3. 3

    তারপর ওর মধ্যে সব মশলা গুলো এড করে অল্প ভেজে নিয়ে তারপর ওর মধ্যে পনির ও নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ।

  4. 4

    তারপর ওর মধ্যে রান্না করা সাদা পোলাও(আমি এখানে সাদা পোলাও তৈরি করে দিয়েছি) দিয়ে আলতো করে মিশিয়ে নিতে হবে ।আর উপর থেকে পেঁয়াজ বেরেস্তা ও ধনেপাতা, পুদিনা পাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে ।

  5. 5

    তারপর ২ টো ডিম ফাটিয়ে দিয়ে ওর মধ্যে গোলমরিচ গুড়ো ও নুন দিয়ে ফেটিয়ে নিতে হবে ।

  6. 6

    তারপর একটা তাওআ গরম হলে তেল ব্রাস ডিমের ঘোল ঢেলে দিয়ে রুটির মত গোল অমলেট বানিয়ে নিতে হবে ।আর একটা বাটিতে রাখতে হবে ।

  7. 7

    তারপর অমলেটর উপর বেরেস্তা ও ধনেপাতা, পুদিনা পাতা কুচি কিছু ছড়িয়ে দিতে হবে তার উপর বানানো পনির পোলাও ভোরে দিতে হবে আর উপর থেকে আবার বেরেস্তা ও ধনেপাতা, পুদিনা পাতা কুচি দিয়ে সাইড থেকে অমলেট উঠিয়ে ঢেকে দিয়ে একটা প্লেটে রেখে উলটে দিতে হবে ।

  8. 8

    এবার নিজের ইচ্ছে মত সাজিয়ে পরিবেশন করুন ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sheela Biswas
Sheela Biswas @sheela_02
কুকপ্যাড আমাদের হোম সেফদের জন্য এতো বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে তার জন্য কুকপ্যাড কে জানাই অসংখ্য ধন্যবাদ 🙏🙏
আরও পড়ুন

Similar Recipes