চিলি পনির (Chilli Paneer recipe in Bengali)

Mallika Biswas
Mallika Biswas @cook_25321273

#পুজা2020
#ebook2
#দু্র্গা পূজা
পনির খেলে আর্থারাইটিসের কষ্ট কমে ,এনার্জির , হজম ক্ষমতার , হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটে, ফ্যাটের ঘাটতি মেটে, হাড় শক্ত হয়, মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি , প্রোটিনের চাহিদা পূরণ , ক্যান্সার দূরে থাকে, ওজন নিয়ন্ত্রণে চলে আসে, ডায়াবেটিস কমে, দাঁত শক্ত হয়। এই রান্নাটি সুস্বাদু, সহজ ও ঝটপট বানিয়ে ফেলা যায়।ফ্রাইড রাইস এর সাথে খুব ভালো লাগে।

চিলি পনির (Chilli Paneer recipe in Bengali)

#পুজা2020
#ebook2
#দু্র্গা পূজা
পনির খেলে আর্থারাইটিসের কষ্ট কমে ,এনার্জির , হজম ক্ষমতার , হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটে, ফ্যাটের ঘাটতি মেটে, হাড় শক্ত হয়, মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি , প্রোটিনের চাহিদা পূরণ , ক্যান্সার দূরে থাকে, ওজন নিয়ন্ত্রণে চলে আসে, ডায়াবেটিস কমে, দাঁত শক্ত হয়। এই রান্নাটি সুস্বাদু, সহজ ও ঝটপট বানিয়ে ফেলা যায়।ফ্রাইড রাইস এর সাথে খুব ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৬ জনের জন্য
  1. ৫০০ গ্রাম পনির
  2. ৪ চা চামচ কর্ণফ্লাওয়ার
  3. ১ টেবিল চামচ ময়দা
  4. ২ টো পেঁয়াজ কুচি
  5. ১ " আদা কুচি (লম্বা)
  6. ১০টা রসুন কুচি(লম্বা)
  7. ৪ টে কাঁচালঙ্কা লম্বা করে চেড়া
  8. ১ টা টমেটো কুচি
  9. ১ /২ সবুজ ক্যাপ্সিকাম কুচি
  10. ১/২ লাল ক্যাপ্সিকাম কুচি
  11. ১ চা চামচমচ ভিনেগার
  12. ১ চা চামচ সোয়া সস
  13. ১ চামচ রেড চিলি সস
  14. 1চা চামচ গ্রীন চিলি সস
  15. স্বাদমতনুন ও চিনি
  16. ১/২ চা চামচ কাশ্মীরি লংকা গুঁড়ো
  17. পরিমাণমতোসাদা তেল
  18. ৫০ গ্রাম কচি পেঁয়াজ কলি কুচি

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    সব কিছু আগে কেটে নিতে হবে।একটা পাত্রে ভিনিগার,সোয়াসস,দুটো চিলি সস আর জল দিয়ে মিশ্রন বানিয়ে নিতে হবে।

  2. 2

    কড়াইতে ১ কাপ জল, ১/২ চামচ চিনি ও ১/২ চামচ নুন দিয়ে ফুটে উঠলে তাতে পনীরের টুকরো গুলো দিয়ে ২ মিনিট ঢাকা দিয়ে রেখে একটা বাটিতে তুলে নিয়ে ১ চামচ কর্ণফ্লাওয়ার মেশাতে হবে।

  3. 3

    একটা বাটিতে ময়দা, নুন ও ২ চামচ কর্নফ্লাওয়ার গুলে পনীর গুলোর মধ্যে দিয়ে মাখিয়ে নিতে হবে।

  4. 4

    এবার প্যানে তেল গরম করে পনীর গুলো ভেজে নিতে হবে।

  5. 5

    প্যানে এক চামচ তেল দিয়ে তাতে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজকলি কুচি, ক্যাপ্সিকাম কুচি দিয়ে ২ মিনিট নেড়ে টমেটো ও পেঁয়াজ কুচি মেশাতে হবে।

  6. 6

    তারপর ভিনিগারের মিশনটা আর কর্ণফ্লাওয়ার এর মিশ্রনটা মেশাতে হবে।

  7. 7

    ২ মিনিট বাদে ১ কাপ জল, পনীর,চিনি ও নুন মেশাতে হবে।

  8. 8

    ৫ মিনিট বাদে নামিয়ে পেয়াজকলি কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mallika Biswas
Mallika Biswas @cook_25321273

Similar Recipes