মটন বিরিয়ানী(mutton biryani recipe in Bengali)

Chandanar Sathe Sohoj Ranna
Chandanar Sathe Sohoj Ranna @cook_24132870

মটন বিরিয়ানী(mutton biryani recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

2ঘন্টা
  1. 1কেজি বাসমতী চাল
  2. 1.5কেজি মটন
  3. 5টি পেঁয়াজ বাটা
  4. 3টেবিল চামচ আদা বাটা
  5. 10কোয়া রসুন থেঁতো করা
  6. 1টেবিল চামচ গরম মশলা,তেজপাতা,গোলমরিচ বাটা
  7. 1 চা চামচজয়িত্রী বাটা
  8. 1টি জায়ফল বাটা
  9. 1টি ষ্টার অ্যানিস বাটা
  10. 200 গ্রামটক দই
  11. স্বাদ অনুযায়ীনুন
  12. 2 লিটারজল
  13. 1 কাপদুধ
  14. 1টেবিল চামচ করে গোলাপজল ও কেওড়া জল
  15. 1 চা চামচজাফরান
  16. 4 ফোঁটা মিষ্টি আতর
  17. 300 গ্রামঘি
  18. 2টি আলু চন্দ্রমুখী

রান্নার নির্দেশ সমূহ

2ঘন্টা
  1. 1

    প্রথমে টকদই আর সব বাটা মশলা,নুন দিয়ে মাংসটা আধ ঘন্টার জন্য ম্যারিনেট হতে দেব |

  2. 2

    একটা হাড়িতে জল ফুটিয়ে তাতে তেজপাতা গোটাগোরমমশলা,সাজিরে,সামরিচ,জায়ফল,জয়িত্রী,নুন,পাতি লেবুর রস দিয়ে চাল দিয়ে চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে আধ সেদ্ধ করে ফ্যান ঝরিয়ে নিতে হবে

  3. 3

    এবার একটা কড়াইতে সর্ষের তেল ও ঘি গরম করে সা মরিচ ও পিয়াজ কুচি দিয়ে ভেজে নিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে আধ ঘন্টা ধরে আঁচ বাড়িয়ে কমিয়ে কষিয়ে নিয়ে গোলাপজল,কেওড়া জল,জাফরান ও মিষ্টি আতর আর দুই টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই বিরিয়ানির মাংস তৈরী

  4. 4

    এবার একটা কড়াইয়ে ঘি মাখিয়ে তেজপাতা ছড়িয়ে প্রথমে মাংস তারপর রাইস দিয়ে এর উপর সেদ্ধ করে ভেজে রাখা আলু,বিরিয়ানি মশলা,ঘি,দুধে ভেজানো গোলাপ জল,কেওড়া জল,জাফরান,মিষ্টি আ তর এর মিশ্রণ ছড়িয়ে,খোয়া ক্ষীর দিয়ে এই ভাবে একবার মাংস আর রাইস দিয়ে স্তর করে নিয়ে কুড়ি মিনিটের জন্য দোমে বসিয়ে দেব আঁচ কমিয়ে কুড়ি মিনিট পর গ্যাস বন্ধ করে ঐভাবেই ঢাকা দিয়ে গ্যাসের ওপর বসিয়ে রাখবো আধ ঘন্টা

  5. 5

    আধ ঘন্টা পর মাংস ও রাইস আলাদা করে নিয়ে গরম গরম পরিবেশন করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Chandanar Sathe Sohoj Ranna

Similar Recipes