চিকেন চাপ (chicken chaap recipe in Bengali)

Godhuli Mukherjee
Godhuli Mukherjee @cook_19307041

#goldenapron3
আমি golden apron 3 এর 8th জুন সপ্তাহের ধাঁধা থেকে Chicken (চিকেন) বেছে নিয়ে এই রেসিপি টা বানিয়েছি।

চিকেন চাপ (chicken chaap recipe in Bengali)

#goldenapron3
আমি golden apron 3 এর 8th জুন সপ্তাহের ধাঁধা থেকে Chicken (চিকেন) বেছে নিয়ে এই রেসিপি টা বানিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
3জনের জন্য
  1. 800 গ্রাম ম্যারিনেটেড চিকেন (আপনারা চাইলে চিকেনের যে কোন বড় আকারের পিস নিতে পারেন)
  2. 1টি পেঁয়াজ বাটা (বড় আকারের)
  3. 2টেবিল চামচ রসুন বাটা
  4. 1টেবিল চামচ আদা বাটা
  5. 1 চা চামচভাজা গুঁড়ো মশলা (1/2 চা চামচ জিরে, 1 টি শুকনো লংকা, 3 টি ছোট এলাচ শুকনো খোলা তে ভেজে গুঁড়ো করা)
  6. 1/4 চা চামচজায়ফল গুঁড়ো
  7. 1/3 চা চামচজয়িত্রি গুঁড়ো
  8. 1টেবিল চামচ বেসন(শুকনো খোলা তে ভাজা)
  9. 1 চা চামচ লঙ্কা গুঁড়ো (প্রয়োজনে বেশি বা কম দিতে পারেন)
  10. স্বাদ মতনুন
  11. 1/3 চা চামচচিনি
  12. 4 ফোঁটাহলুদ ফুড কালার
  13. 1টেবিল চামচ কাজু বাদাম বাটা
  14. 2টেবিল চামচ টক দই
  15. 1 চা চামচগোলাপ জল
  16. 1 চা চামচকেওরা জল
  17. 2টেবিল চামচ ভেজিটেবিল তেল
  18. 1/2 কাপঘি
  19. 1টেবিল চামচ মাখন

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    প্রথমে একটি পাত্রে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, ভাজা মশলা, বেসন, নুন, জায়ফল গুঁড়ো, জয়িত্রি গুঁড়ো, হলুদ ফুড কালার, টক দই, ভেজিটেবিল তেল, লঙ্কা গুঁড়ো, গোলাপ জল আর কেওরা জল দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে চিকেনের পিস গুলিকে দিয়ে একসাথে ভালো করে ম্যারিনেট করে 4 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে।

  2. 2

    তার পর একটি পাত্রে মাখন আর 2 টেবিল চামচ ঘি দিয়ে তার মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেন টা দিয়ে ভালো করে দুই দিক ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    তার পর ওই পাত্রে বাকি ঘি দিয়ে তার মধ্যে চিনি দিয়ে একটু নেড়ে তাতে ম্যারিনেটের মশলা টা দিয়ে ভালো করে কষাতে হবে।

  4. 4

    তার পর ওর মধ্যে বাকি 2 ফোঁটা হলুদ ফুড কালার আর ভেজে রাখা চিকেন টা দিয়ে ভালো করে মিশিয়ে একটু জল দিয়ে চাপা দিতে হবে।

  5. 5

    এবার চিকেন টা সেদ্ধ হয়ে এলে ওর মধ্যে কাজু বাদাম বাটা, গোলাপ জল, কেওরা জল, জায়ফল গুঁড়ো আর জয়িত্রি গুঁড়ো দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে আবার একটু চাপা দিতে হবে।

  6. 6

    শেষে উপর থেকে একটু ঘি ঢেলে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Godhuli Mukherjee
Godhuli Mukherjee @cook_19307041

মন্তব্যগুলি (6)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
দারুন লাগে এই পদটা। বানানো যদিও সময় সাপেক্ষ, তবে স্বাদ হয় মনোরম।আহা!
আমিও চেষ্টা করছি আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট রাখবেন। চাইলে অনুসরণ🎈

Similar Recipes