ঝুরি আলুভাজা(jhuri aloo bhaja recipe in Bengali)

Subhasree Santra
Subhasree Santra @cook22091994
Dankuni, Hooghly, West Bengal

#প্রিয় লাঞ্চ রেসিপি

ঝুরি আলুভাজা(jhuri aloo bhaja recipe in Bengali)

#প্রিয় লাঞ্চ রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৪ জন
  1. ২টি মাঝারিআলু
  2. ৪ টেবিল চামচ বাদাম
  3. ১৫-১৬টি কারি পাতা
  4. ২ টি শুকনো লঙ্কা
  5. স্বাদ অনুযায়ীবিট লবণ
  6. পরিমাণ মততেল

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে গ্রেটার দিয়ে আলু গ্রেট করে নিন। তারপর জলে ভিজিয়ে রাখুন ১০মিনিট।

  2. 2

    আলু ভালো করে ধুয়ে নিন।আলু ধোয়ার জলটা যতক্ষণ না স্বচ্ছ হয়ে আসছে ততক্ষণ ধুতে থাকুন।

  3. 3

    আলু গুলো জল থেকে তুলে পরিষ্কার সুতির কাপড় দিয়ে মুছে একটা বড়ো পাত্রে চাড়িয়ে দিন।

  4. 4

    আলু সম্পূর্ণভাবে শুকনো হলে কড়াইতে তেল গরম করুন।অল্প অল্প করে আলু দিয়ে ভাজতে থাকুন।প্রথমে ৩০সেকেন্ড গ্যাসের ফ্লেম হাই রাখুন তারপর লো ফ্লেম এ ভাজতে থাকুন যতক্ষণ না আলুর মধ্যে মুচমুচে ভাব আসছে।পুরোটাই হাই ফ্লেমে ভাজতে গেলে কিন্তু আলু লাল হয়ে যেতে পারে।

  5. 5

    আলু ভাজা হলে শুকনো লঙ্কা,কারি পাতা আর বাদাম টা ভেজে নিন।আলুভাজা টা পরিষ্কার কাগজ এর উপর রেখে ১০মিনিট রোদ্দুরে রাখলে দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে।

  6. 6

    রোদ্দুরে কিছুক্ষণ রাখার পর আলুর মধ্যে বিট লবণ,কারি পাতা,শুকনো লঙ্কা,বাদাম মিশিয়ে দিন। চাট মশলা ও মেশাতে পারেন। রোদ্দুরে দেওয়ার আগেই লবণ মিশিয়ে দিলে কিন্তু আলু নরম হয়ে যেতে পারে।

  7. 7

    গরম ভাত আর ডালের সাথে লাঞ্চ এ পরিবেশন করুন মুচমুচে ঝুরি আলুভাজা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Subhasree Santra
Subhasree Santra @cook22091994
Dankuni, Hooghly, West Bengal

Similar Recipes