লুচি ও আলু চচ্চড়ি(luchi aloo chacchori recipe in Bengali)

Shila Dey Mandal
Shila Dey Mandal @cook_15701289
Shila Dey Mandal

#ব্রেকফাস্ট রেসিপি

লুচি ও আলু চচ্চড়ি(luchi aloo chacchori recipe in Bengali)

#ব্রেকফাস্ট রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

সময় ১ ঘন্টা মতো সব মিলিয়ে
২ জনের জন্য
  1. ২৫০ গ্রাম ময়দা
  2. ২০০ গ্রাম মতো সাদা তেল
  3. স্বাদমতোনুন ও চিনি
  4. প্রয়োজন অনুযায়ীময়দা মাখার জন্য জল
  5. ৪ টি মাঝারি মাপের আলু
  6. ১/২ চা চামচ পাঁচফোড়ন
  7. ২ টেবিল চামচসর্ষের তেল (সাদা তেল ও দিতে পারেন)
  8. স্বাদমতোনুন ও চিনি চচ্চড়ির জন্য
  9. ১ চিমটি হিং
  10. ১ টেবিল চামচ টমেটো সস্ (টমেটো কুচি ও দিতে পারেন)
  11. ২ টি কাঁচা লঙ্কা (ঐচ্ছিক)
  12. পরিমাণ মতোজল

রান্নার নির্দেশ সমূহ

সময় ১ ঘন্টা মতো সব মিলিয়ে
  1. 1

    প্রথমে ময়দা ময়ান দিয়ে মেখে নিয়েছি। তারপর লুচি বেলা ও ভাজা সকলেই জানেন তাই ছবি তোলা হয়নি।

  2. 2

    এবার আলু চচ্চড়ি করতে আলু ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর কড়ায় সঃ তেল দিয়ে, তেল গরম হলে পাঁচফোড়ন ও হিং ফোড়ন দিয়ে আলু গুলো দিয়ে কিছুক্ষণ ভেজেছি হালকা করে।

  3. 3

    এবার নুন, স্বাদমতো চিনি, কাঁচা লঙ্কা ও টমেটো সস্ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে সেদ্ধ হলে গা মাখা ঝোল থাকা অবস্থায় নামিয়ে নিয়েছি। তৈরি লুচি ও আলু চচ্চড়ি, বাঙ্গালীর চিরাচরিত ব্রেকফাস্ট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shila Dey Mandal
Shila Dey Mandal @cook_15701289
Shila Dey Mandal
আমি যে কোনো ধরনের রান্না এবং সাজিয়ে পরিবেশন করতে পছন্দ করি। রান্না ও নতুন কিছু শেখার আগ্রহ ছোটোবেলা থেকেই।
আরও পড়ুন

Similar Recipes