মালাই কেক (malai cake recipe in Bengali)

Mithai Choudhury Roy
Mithai Choudhury Roy @cook_15770233
Kalyani

#ডিলাইটফুল ডেজার্ট

ডিম ছাড়া গ্যাস ওভেনে রসালো নরম তুলতুলে মালাই কেক , যা অতি সহজেই খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায় ।

মালাই কেক (malai cake recipe in Bengali)

#ডিলাইটফুল ডেজার্ট

ডিম ছাড়া গ্যাস ওভেনে রসালো নরম তুলতুলে মালাই কেক , যা অতি সহজেই খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায় ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৬০ মিনিট
৬ জন
  1. ব্যাটারের জন্য
  2. ১ কাপ ময়দা
  3. ১/২ কাপ চিনি
  4. ১/৩ কাপ টকদই
  5. ১/৩ কাপ সাদাতেল
  6. ১ চা চামচ বেকিং পাউডার
  7. ১/২ চা চামচ বেকিং সোডা
  8. ১/২ কাপ +৪ টেবিল চামচ মালাই
  9. ১ টেবিল চামচ আমন্ড কুচি আর পিস্তাকুচি
  10. রাবড়ির জন্য
  11. ১ লিটার দুধ
  12. ১/২ কাপ (স্বাদ অনুযায়ীচিনি)
  13. ১/২ কাপ আমুল দুধ
  14. ৪-৫ টা এলাচের গুঁড়ো
  15. ১ চিমটি জাফরান
  16. ১ চিমটি জাফরান ১/২ কাপ গরম দুধে ভেজানো (অপশনাল)

রান্নার নির্দেশ সমূহ

৬০ মিনিট
  1. 1

    কেক তৈরির সমস্ত উপকরণ গুলো গুছিয়ে নিলাম ।

  2. 2

    প্রথমে একটা মিক্সিং বোল এ সাদাতেলটা দিয়ে তারমধ্যে দই আর গুড়ো চিনি ঢেলে একটা উইস্কের সাহায্যে ১ মিনিট ধরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ।

  3. 3

    এবার তারউপর একটা চালনি বসিয়ে তাতে ময়দা, বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে চেলে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ওই ব্যাটারের সঙ্গে ।

  4. 4

    এইরকম ভাবে

  5. 5

    এবার এতে অল্প অল্প করে মালাই মিশিয়ে ব্যাটারটা একটু তরল করে নিতে হবে । অন্য দিকে কেক যে পাত্রে তৈরি করব সেই পাত্রে আগে থেকে ভালোকরে বাটার ব্রাশ করে রাখতে হবে । আর গ্যাসে একটা মোটা কড়াই বসিয়ে তারমধ্যে একটা বাটি বসিয়ে ঢাকা দিয়ে হাই হীটে গরম করে নিতে হবে ৫ মিনিট ।

  6. 6

    গরম কড়াইয়ে কেকের বাটিটা বসিয়ে ঢেকে দিলাম ৩০ - ৩৫ মিনিটের জন্য । ৩০ মিনিট পর ঢাকনাটা তুলে একটা পরিষ্কার কাঠি দিয়ে চেক করতে হবে কেকটা ঠিকমতো বেক হয়েছে কিনা । যদি কাঠিটা ক্লিয়ারলি বেরিয়ে আসে তবে বুঝতে হবে কেক পুরো বেক হয়েছে । নয়তো আরও ৫ মিনিট ওভাবেই ঢাকা দিয়ে রাখতে হবে।

  7. 7

    কেকটা পুরোপুরি ভাবে সুন্দর করে বেক হয়েছে ।

  8. 8

    এবার একটু ঠান্ডা হলে একটা কাটা চামচের সাহায্যে অসংখ্য ছিদ্র করে নিতে হবে যাতে মালাইটা পুরোপুরি ভিতরে যায় ।

  9. 9

    কেকটা বেক হতে বসিয়ে দিয়ে অন্যদিকে একটা ননস্টিক প্যান বসিয়ে তাতে ১ লিটার দুধ দিয়ে ১/২ কাপ আমুলদুধ আর চিনি মিশিয়ে নিলাম ।

  10. 10

    এবার অনবরত নেড়ে প্যানের চারপাশে লেগে থাকা সর কাছিয়ে কাছিয়ে দুধের মধ্যে মিশিয়ে দিয়ে নাড়তে হবে । কাজটা পুরো ২০ মিনিট মতো সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে তৈরি করতে হবে ।

  11. 11

    এরই ফাঁকে জাফরানের দুধটা (১/২ কাপ দুধে সামান্য জাফরান ভেজানো) আর এলাচগুঁড়াে দিয়ে ভালোভাবে মিশিয়ে নাড়তে হবে ।

  12. 12

    দুধটা যখন প্রায় ৪০% হয়ে আসবে তখন ফ্লেম অফ করে দিতে হবে কেনোনা মালাইটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে ।এবার মালাইটা পুরোপুরি তৈরি ।

  13. 13

    সবশেষে মালাইটা পুরোপুরি ঠান্ডা করে নরমাল টেম্পারেচারে আসা কেকটার উপর ঢেলে দিতে আর সাজানোর জন্য মালাইয়ের উপর দিয়ে কিছু পিস্তাকুচি আর আমন্ড কুচি দিয়ে পরিবেশন করুন ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mithai Choudhury Roy
Mithai Choudhury Roy @cook_15770233
Kalyani
Love to cook and clickMy Insta ac @mithai.roy
আরও পড়ুন

Similar Recipes