মাটন ঘি রোস্ট আর মালাবার পরোটা(mutton ghee roast are Malabar parota recipe in Bengali)

Lopamudra Bhattacharya
Lopamudra Bhattacharya @cook_17465802

#ক্যুইক ফিক্স ডিনার
#father

মাটন ঘি রোস্ট আর মালাবার পরোটা(mutton ghee roast are Malabar parota recipe in Bengali)

#ক্যুইক ফিক্স ডিনার
#father

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘন্টা 30 মিনিট
2জন
  1. মাটন ঘি রোস্টের জন্য :
  2. 500 গ্রামমটন
  3. 3টে পেঁয়াজ কুচি
  4. স্বাদমত নুন
  5. 1/2 চা চামচ হলুদ গুঁড়ো
  6. 2 চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  7. 8-10 টা কারিপাতা
  8. 2টেবিল চামচ দই
  9. 1/2টেবিল চামচ তেঁতুলের কাথ
  10. 1 চা চামচআখের গুড়
  11. রোস্টেড মশলার জন্য :
  12. 1/2 চা চামচগোলমরিচ
  13. 1 চা চামচজিরে
  14. 1 চা চামচধনে
  15. 1/2 চা চামচমৌরি
  16. 1/2 চা চামচকালো জিরে
  17. 1/2 চা চামচমেথি
  18. 1 চা চামচপোস্ত
  19. 2-3 টে ছোট এলাচ
  20. 1/2 ইঞ্চিদারচিনি
  21. 2 - 3টে লবঙ্গ
  22. 2টো শুকনো লঙ্কা
  23. 4- 5কোয়া রসুন
  24. 1.5" আদা ছোট টুকরো করা
  25. 3টেবিল চামচ ঘি
  26. মালাবার পরোটার জন্য :
  27. 1 কাপময়দা
  28. 3টেবিল চামচ সাদা তেল
  29. স্বাদ মতো নুন ও চিনি
  30. প্রয়োজন মতো জল

রান্নার নির্দেশ সমূহ

1ঘন্টা 30 মিনিট
  1. 1

    রোস্টেড মশলার জন্য সব উপকরণ শুকনো খোলায় হালকা ভেজে রসুন আর আদা একসাথে পিষে একটা মশলা বানিয়ে নিন।

  2. 2
  3. 3

    মাংস সিদ্ধ হলে তেঁতুলের কাত্থ আর গুড় মেশান।

  4. 4

    একটা কড়াই তে 1টেবিল চামচ ঘি গরম করে কারি পাতা দিন। সুগন্ধ বেরোলে মাংস দিন। নাড়াচাড়া করে শুকনো শুকনো হলে নামান।

  5. 5

    মালাবার পরোটার জন্য ময়দার সাথে নুন চিনি অল্প সাদা তেল আর অল্প অল্প করে জল মিশিয়ে শক্ত ডো বানিয়ে নিন। অল্প তেল মাখিয়ে ভিজে কাপড় জড়িয়ে রাখুন ঘন্টা খানেক।

  6. 6

    ময়দা থেকে লেচি কেটেতেল মাখিয়ে একটা বেশ বড়ো থালায় যত পারেন পাতলা করে বেলে নিন।

  7. 7

    এইবার ওই বেলা রুটি টি জাপানি পাখার মতো কুচি দিয়ে ভাজ করে নিন। দুই হাত দিয়ে টেনে লম্বা করে পাকিয়ে পাকিয়ে লাচ্ছা পরোটার মতো লেচি করুন।

  8. 8

    আর একটু তেল দিয়ে পরটা বেলে প্রথমে শুকনো তাওয়ায় ও পরে তেল বা ঘি দিয়ে ভেজে নিন।

  9. 9

    গরম গরম মটন ঘি রোস্টের সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Lopamudra Bhattacharya
Lopamudra Bhattacharya @cook_17465802

Similar Recipes