বাসন্তী পোলাও আর চিকেন কষা (বbasonti polau r chickern kosha recipe in Bengali)

Shila Dey Mandal
Shila Dey Mandal @cook_15701289
Shila Dey Mandal

#ক্যুইক ফিক্স রেসিপি

আরও পড়ুন
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

সময় দেড় ঘণ্টা মতো
৪ জনের জন্য
  1. পোলাও এর জন্য
  2. ৪ কাপ গোবিন্দ ভোগ আতপ চাল
  3. ১ চা চামচ মরিচ গুঁড়ো
  4. ৩ টেবিল চামচ ঘি
  5. ৩ টেবিল চামচ সাদা তেল
  6. পরিমাণ মতোগোটা গরম মশলা ফোঁড়নের জন্য
  7. ৪টি তেজপাতা
  8. ১ টেবিল চামচ আদা কুচি বা বাটা
  9. ১০০ গ্রাম কাজুবাদাম
  10. ৫০ গ্রাম কিসমিস
  11. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো বা বাটা
  12. স্বাদমতোনুন ও চিনি
  13. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  14. পরিমাণ মতোজল
  15. চিকেন কষার জন্য
  16. ১ কিলোগ্রাম চিকেন
  17. ৪ টি পেঁয়াজ কুচি
  18. ১ টেবিল চামচ আদা বাটা
  19. ১ টেবিল চামচ রসুন বাটা
  20. ১ চা চামচ লেবুর রস
  21. ১ টেবিল চামচ জিরে গুঁড়ো
  22. ১ টেবিল চামচ লঙ্কা বাটা
  23. নুন স্বাদমতো
  24. ৪ টেবিল চামচ সর্ষের তেল
  25. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  26. ২ টি তেজপাতা
  27. ১ চা চামচ গরম মশলা বাটা
  28. ১ চা চামচ ঘি
  29. পরিমাণ মতোজল

রান্নার নির্দেশ সমূহ

সময় দেড় ঘণ্টা মতো
  1. 1

    প্রথমে চাল ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে। তারপর আমি যেহেতু ননস্টিক হাড়িতে করেছি তাই হাড়ি গ্যাসে বসিয়ে হাড়ি গরম হলে সাদা তেল প্রথমে দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা ও আদা কুচি বা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে চাল দিয়ে দিতে হবে।

  2. 2

    একটু ভাজা হলে নুন, চিনি, হলুদ গুঁড়ো, কাজু, কিসমিস, মরিচ গুঁড়ো, ঘি, গরম মশলা বাটা দিয়ে অল্প কষিয়ে জল দিতে হবে। এখানে জলের পরিমাণ হবে ৪ কাপ চালে ৬ কাপ জল, যেহেতু জল উবে যাবে কারন এয়ার টাইড ঢাকনা নয়। গ্যাস মিডিয়াম ফ্লেমে ১৫ থেকে ২০ মিনিট রেখে ঢাকা তুলে দেখবেন পোলাও সেদ্ধ হয়ে একদম ঝরঝরে হয়ে গেছে।

  3. 3

    এবার চিকেন তৈরির জন্য চিকেন ভালো করে ধুয়ে লেবুর রস দিয়ে কিছুক্ষণ মেখে রাখুন। তারপর কড়ায় তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজুন। তারপর আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা ও সামান্য জল দিয়ে একটু ভাজুন।

  4. 4

    এবার চিকেন গুলো দিয়ে দিন। তারপর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে কষাতে থাকুন। যদি প্রয়োজন হয় তবে সামান্য জল দিয়ে কষাতে পারেন।

  5. 5

    এবার তেল ছেড়ে এলে পরিমাণ মতো ফোটানো জল দিন। জল ফুটে চিকেন সেদ্ধ হয়ে গেলে গরম মশলা বাটা ও ঘি দিয়ে নামিয়ে নিতে হবে। ঝোল একদম মাখা মাখা থাকবে।

  6. 6

    তৈরি বাসন্তী পোলাও আর চিকেন কষা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

মন্তব্যগুলি (9)

Annie Sircar
Annie Sircar @cook_20784348
Very colourful... Yummy👌
সম্ভব হলে একটু spelling টা ঠিক করে দিও।

Top Search in

দ্বারা রচিত

Shila Dey Mandal
Shila Dey Mandal @cook_15701289
Shila Dey Mandal
আমি যে কোনো ধরনের রান্না এবং সাজিয়ে পরিবেশন করতে পছন্দ করি। রান্না ও নতুন কিছু শেখার আগ্রহ ছোটোবেলা থেকেই।
আরও পড়ুন

Similar Recipes