পাও ভাজি(Pav vaji recipe in Bengali)

Mili DasMal
Mili DasMal @cook_24613507
Bilaspur(C.G)

#স্পাইসি

সকালবেলায় ব্রেকফাস্টে হাসব‍্যান্ড কখনো সখনো পাও ভাজি বানাতে বলে কারন তার চটপটা টাইপ খাবার পছন্দের।

আরও পড়ুন
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

45মিনিট।
3জন।
  1. 1 প‍্যাকেট পাও বান ব্রেড
  2. 2টেবিল চামচবাটার
  3. স্বাদ অনুযায়ী নুন
  4. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  5. 1/5 কাপপেঁয়াজ কুচি
  6. 2 চা চামচআদা- রসুন পেস্ট
  7. 1 চা চামচরেড চিলি পাউডার
  8. 3 কাপবয়েল মটর।
  9. 2 চা চামচচিলি পাউডার
  10. 1/2 চা চামচজিরে পাউডার
  11. 2 চা চামচপাউভাজি মশলা
  12. প্রয়োজন অনুযায়ীকুচানো ধনে পাতা
  13. 2টিকাঁচা লঙ্কা
  14. 1 টিপাতি লেবু

রান্নার নির্দেশ সমূহ

45মিনিট।
  1. 1

    কড়া তে বাটার মেল্ট করে পেয়াজ কুচি বাদামি করে ফ্রাই করে নিতে হবে। এরপর 2চামচ আদা-রসুন পেস্ট,1/2চা চামচ জিরে পাউডার,3কাপ বয়েল মটর, 2চামচ চিলি পাউডার, ও পরিমাণমতো জল দিয়ে কষে নেব। কষা হয়ে গেলে 1চা চামচ রেড চিলি পাউডার, ও 2চামচ পাউভাজি মশলা দিয়ে আরও কিছুক্ষন নেড়েচেড়ে নাবিয়ে নেব।

  2. 2

    এরপর প‍্যানে বাটার নেব বাটার মেল্ট হয়ে গেলে পাও ব্রেড (মাঝখান থেকে পিস করে)হাল্কা ফ্রাই করে নেব দুই সাইড।

  3. 3

    এরপর একটা প্লেট এ পাও ব্রেড, মশালা মটর, 2পিস কাচা লঙ্কা, পাতি লেবু, পেয়াজ কুচি,ধনে পাতা,বাটার দিয়ে সার্ভ করবো গরম গরম পাওভাজি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

দ্বারা রচিত

Mili DasMal
Mili DasMal @cook_24613507
Bilaspur(C.G)
Love Cooking 😍❤
আরও পড়ুন

Similar Recipes