ভেটকি মাছের কাটলেট(bhetki maacher cutlet recipe in Bengali)

Manami Sadhukhan Chowdhury
Manami Sadhukhan Chowdhury @cook_12370899
Barrackpore, Kolkata, West Bengal
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

5 মিনিট
৬ জনের জন্য
  1. 6 টুকরোভেটকি মাছের ফিলেট
  2. 2 চা চামচরসুন বাটা
  3. 1 চা চামচআদা বাটা
  4. 1চা চামচ কাঁচা লঙ্কা বাটা
  5. 1চা চামচ ধনেপাতা বাটা
  6. 1 চা চামচভিনিগার
  7. স্বাদমতো নুন
  8. 1 কাপসর্ষের তেল ভাজার জন্য
  9. প্রয়োজনমতো বিস্কুটের গুঁড়ো
  10. 1টা ডিম

রান্নার নির্দেশ সমূহ

5 মিনিট
  1. 1

    ভেটকি মাছের ফিলেট গুলোতে আদা বাটা, রসুন বাটা,কাঁচালঙ্কা বাটা, নুন, ভিনিগার ও ধনেপাতা বাটা যোগ করে ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করতে হবে।

  2. 2

    ইতিমধ্যে ডিমটা ফেটিয়ে গোলা বানিয়ে নিন এবং ওর মধ্যে এক চিমটি নুন যোগ করুন ও মিশিয়ে নিন।

  3. 3

    এবার মাছের ফিলেট গুলোকে ডিমের গোলায় এক এক করে চুবিয়ে নিন।

  4. 4

    এবার এই ফিলেটগুলোকে বিস্কুটের গুঁড়োতে ভালো করে গড়িয়ে নিন।

  5. 5

    কড়াইতে তেল গরম করে নিন।

  6. 6

    তেল গরম হয়ে গেলে ভেটকি মাছের কাটলেট গুলো এক এক করে গরম তেলে দিয়ে সোনালি করে ভেজে তুলে নিন।

  7. 7

    স্যালাড ও কাসুন্দি সহযোগে গরম গরম পরিবেশন করুন ভেটকি মাছের কাটলেট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Manami Sadhukhan Chowdhury
Barrackpore, Kolkata, West Bengal

Similar Recipes